ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়
ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় অবস্থিত বালকদের একটি বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৪৮ সালে তৎকালীন একজন সমাজসেবক মোঃ আফতাব উদ্দিন চৌধুরী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার অন্যতম প্রাচীন একটি বিদ্যালয়। তৎকালীন সময়ে এটি ছিল বৃহত্তর ভালুকা থানার একমাত্র বিখ্যাত বিদ্যালয়। এটি ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের পার্শ্বে ভালুুুুকা থানার কেন্দ্রস্থলে অবস্থিত। বিদ্যালয়টিতে একটি দীর্ঘ এল-আকৃতির ভবন এবং দুটি একতলা ভবন রয়েছে। খেলাধুলাসহ বিদ্যালয় ও স্থানীয় অঞ্চলের বিভিন্ন কার্যক্রমে ব্যবহারের জন্য বিদ্যালয় ভবনের ঠিক সামনে একটি বড় গোলাকার মাঠ রয়েছে।
ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
স্থানাঙ্ক | ২৪°২৪′৩১″ উত্তর ৯০°২৩′০৭″ পূর্ব / ২৪.৪০৮৭০৮° উত্তর ৯০.৩৮৫১৪৯° পূর্ব |
তথ্য | |
ধরন | সরকারি |
নীতিবাক্য | শিক্ষাই জীবন |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৮ |
প্রতিষ্ঠাতা | মোঃ আফতাব উদ্দিন চৌধুরী |
প্রধান শিক্ষক | আল আমীন মোঃ মোস্তাফিজুর রহমান |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
ওয়েবসাইট | deb111280 |
বিদ্যালয় ছাত্রাবাস
সম্পাদনাবর্তমানে বিদ্যালয়টিতে ছাত্রাবাস সুবিধা নেই। তবে, বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সময়ে বিদ্যালয় প্রাঙ্গণের পশ্চিম অংশে একটি ছাত্রাবাস ছিল।
মিলনায়তন
সম্পাদনাশিক্ষকদের সাধারণ কক্ষের ঠিক পাশেই একটি দীর্ঘ হলঘর রয়েছে। বিদ্যালয় কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এখানে স্থানীয় সম্মেলনও অনুষ্ঠিত হয়ে থাকে।
বিদ্যালয় কোড
সম্পাদনাEIIN: ১১১২৮০[১]