ভারিন্দর সিংহ বাজওয়া

ভারতীয় রাজনীতিবিদ

শ্রী ভারিন্দর সিংহ বাজওয়া শিরোমণি আকালী দল দলের একজন রাজনীতিবিদ এবং রাজ্যসভায় পাঞ্জাবের প্রতিনিধিত্ব করা ভারতীয় সাংসদ

ক্যারিয়ার সম্পাদনা

ভারিন্দর ১৯৮০ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। তিনি ১৯৮০-এর দশকে যুব কংগ্রেস নেতা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং ১৯৯৫ সালে হুশিয়ারপুরের সভাপতি নির্বাচিত হন। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ex-SAD MP Bajwa returns to Congress"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৬-১১-০৪। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৭