ভারত মিহির উপনিবেশিক ব্রিটিশ রাজকালে বাংলায় প্রকাশিত একটি ভারতীয় প্রকাশনা সংস্থা এবং সংবাদপত্র ছিল। কলকাতা[] এবং ময়মনসিংহে (বর্তমানে বাংলাদেশে) এর শাখা ছিল। ব্রিটিশ সরকার এটিকে ১৮৭৮ সালের ভার্নাকুলার প্রেস আইন দ্বারা নিষিদ্ধ করেছিল।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ইন্ডেন, রোনাল্ড বি. (১৯৭৬)। Marriage and rank in Bengali culture: a history of caste and clan in middle period Bengal (ইংরেজি ভাষায়)। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৬৮। আইএসবিএন 978-0-520-02569-1। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১১