ভারতের রাষ্ট্রপতি নির্বাচন
রাষ্ট্রপতি হলেন সার্বভৌম গণতান্ত্রিক ভারতবর্ষর সর্বপ্রধান কার্যনির্বাহক বা শাসনকর্তা।ও তিনি হলেন ভারতের প্রতিরক্ষা বাহিনীরো প্রধান। ভারতে সংসদীয় সরকার প্রবর্তন করা হয়েছে। রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধানের ভূমিকা পালন করেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সহায় ও পরামর্শমতে শাসনকার্য পরিচালনা করেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের পরামর্শ ও সাহায্যমতে নিজের দায়িত্ব পালন করতে বাধ্য।
ভারতবর্ষের রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চল সমূহের বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সাংসদের প্রত্যক্ষ ভোট দ্বারা ভারতেররাষ্ট্রপতি নির্বাচন করা হয়। কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে সকল বিধায়ক ও নির্বাচিত সাংসদদের ভোটের মূল্য ভিন্ন ভিন্ন হয়।[১]
রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিধায়কদের ভোটের মূল্য নিচে দেয়া ধরনে নির্ণয় করা হয়[১]:
রাজ্যের মোট জনসংখ্যা / (মোট বিধায়ক X ১০০)
স্বাধীন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্য সংগ্রহ
সম্পাদনা- ↑ ক খ এম. আব্দুল মজিদ খান (নবেম্বর, ২০০২)। ভারতেররাষ্ট্রপতিসকল (ড০রাজেন্দ্র প্রসাদের পরা ড০ কালামলৈ)। বনলতা, ডিব্রুগড়। পৃষ্ঠা ৫, ৬, ৭, ৮ পৃষ্ঠা। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
সম্পাদনানির্বাচন | নির্বাচনের তারিখ | বিজয়ী | মুখ্য প্রতিদ্বন্দ্বী | মোট ভোট লাভ | শতাংশ |
১ম (1st) | ১ মে’ ১৯৫২ | ড°রাজেন্দ্র প্রসাদ | কে. টি. শাহ | ৫,০৭,৪০০ | ৮৩.৮১% |
২য় (2nd) | ২ মে’ ১৯৫৭ | ড°রাজেন্দ্র প্রসাদ | এন. এন. দাস | ৪,৫৯,৬৯৮ | ৯৮.৯৯% |
৩য় (3rd) | ৩ মে’ ১৯৬২ | ড° সর্বপল্লীরাধাকৃষ্ণণ | চি. এইচ.রাম | ৫,৫৩,০৬৭ | ৯৮.২৫% |
৪র্থ (4th) | ৪ মে’ ১৯৬৭ | ড° জকির হুসেইন | কে. সুব্বারাও টেমপ্লেট:Enwiki | ৪,৭১,২৪৪ | ৫৬.২৩% |
৫ম (5th) | ৫ আগস্ট ১৯৬৯ | ড° ভি. ভি. গিরি | এন. এচ.রেড্ডী টেমপ্লেট:Enwiki | ৪,২০,০৭৭ | ৪৮.০১% |
৬ষ্ঠ (6th) | ৬ আগস্ট ১৯৭৪ | ফখরুদ্দিন আলি আহমেদ | ত্রিদেব চৌধুরী টেমপ্লেট:Enwiki | ৭,৫৬,৫৮৭ | ৮০.১৮% |
৭ম (7th) | ৭ জুলাই ১৯৭৭ | নীলম সঞ্জীবরেড্ডি | বিনা প্রতিদ্বন্দ্বিতায় | - | - |
৮ম (8th) | ৮ জুলাই ১৯৮২ | জাইল সিং | এইচ. আর. খান্না টেমপ্লেট:Enwiki | ৭,৫৪,১১৩ | ৭২.৭৩% |
৯ম (9th) | ৯ জুলাই ১৯৮৭ | ড° আর. ভেঙ্কটরমন | ভি. আর. কে. আয়ার টেমপ্লেট:Enwiki | ৭,৪০,১৪৮ | ৭২.২৯% |
১০ম (10th) | ১০ জুলাই ১৯৯২ | ড° শঙ্কর দয়াল শর্মা টেমপ্লেট:Enwiki | জি. জি.রাভেল টেমপ্লেট:Enwiki | ৬,৭৫,৮৬৪ | ৬৫.৮৬% |
১১দশ (11th) | ১১ জুলাই ১৯৯৭ | কে আর নারায়ণন টেমপ্লেট:Enwiki | টি. এন. শেষাণ টেমপ্লেট:Enwiki | ৯,৫৬,২৯০ | ৯০.৯৭% |
১২দশ (12th) | ১৫ জুলাই ২০০২ | ড° আব্দুল কালাম | ডা০ লক্ষ্মী চাইগল টেমপ্লেট:Enwiki | ৯,২২,২৮৪ | ৯০% |
১৩দশ (13th) | ১৯ জুলাই ২০০৭ | প্রতিভা দেবী সিং পাটিল | - | ৬,৩৮,১১৬ | - |
১৪দশ (14th) | জুলাই ২০১২ | প্রণব মুখার্জী | - | - | - |
১৫দশ
(15th) |
২৫ জুলাই ২০১৭ | রাম নাথ কোবিন্দ | - | - | - |