ভাংনী আহমাদিয়া ফাযিল মাদ্রাসা

রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা

ভাংনী আহমাদিয়া ফাযিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের একটি ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা[১]

ভাংনী আহমাদিয়া ফাযিল মাদ্রাসা
মাদ্রাসার মূল গেট (পুর্বমুখী)
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৪৯; ৭৫ বছর আগে (1949-01-01)
প্রতিষ্ঠাতাআমির উদ্দিন
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
অধ্যক্ষমাওলানা মাকছুদুর রহমান জামেলি
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৯ জন
শিক্ষার্থী৪০০+ জন
ঠিকানা, ,
ইআইআইএন১২৭৬১০, মাদ্রাসা কোড-১৪৩৪০
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস সম্পাদনা

১৯৪৯ সালে প্রথমে আলহাজ আমির উদ্দিন চৌধুরিসহ এলাকার সমাজসেবিগণ ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে পাঠক্রম চালু করে। পরে দাখিল, আলিম এবং ফাযিল ক্লাস চালু হয়। মাদ্রাসাটি এমপিওভুক্ত।[১]

পোশাক সম্পাদনা

ছাত্রের জন্য সাদা পায়জামা, আকাশি রঙের পাঞ্জাবি, সাদা টুপি ও সাদা জুতা এবং মেয়েদের আকাশি রঙের বোরখা ও সাদা ওড়না।

সাংস্কৃতিক কর্মকান্ড সম্পাদনা

মাদাসার অনেক ছাত্র-ছাত্রী স্থানীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।

ফলাফল সম্পাদনা

সুযোগ্য গভর্নিং বডির পরিচালনায়[২] প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে প্রায় ৮৪.৬২% এবং আলিমে ১০০% পাশ করে। ২০২১ সালে দাখিলে ৯৬.৩০৬ জন পাশ করে।[১]

ভবনের বিবরণ সম্পাদনা

মাদরাসাটি প্রায় ১.০৮ একর জমির উপর স্থাপিত। মাদরাসার ১১.১৩ একর জমি বাইরে আবাদি হিসাবে আছে। মাদরাসাটিতে ৫টি ভবন আছে-

 
মাদ্রাসার উত্তর-পুব দিকের পুরাতন একাডেমিক ভবন
  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-৪টি।

অন্যান্য সম্পাদনা

  1. বিজ্ঞানাগার-১টি
  2. কম্পিউটার ল্যাব-১টি
  3. পাঠাগার- ১টি
  4. শিক্ষক কন্ফারেন্স রুম ১টি।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "BHANGNI AHMADIA FAZIL MADRASAH"127610.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৫ 
  2. "গভর্নিং বডি – রংপুর – Islamic Arabic University"iau.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৫