ব্লো-ব্জাং-দ্রি-মেদ

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

ব্লো-ব্জাং-দ্রি-মেদ (তিব্বতি: བློ་བཟང་དྲི་མེདওয়াইলি: blo bzang dri med) (জন্মঃ- ১৬৮৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ছাপ্পান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

ব্লো-ব্জাং-দ্রি-মেদ ১৬৮৩ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের শোগ-দ্রুগ (ওয়াইলি: shog drug) নামক একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন। তাকে র্দো-র্জে-ব্জাং-পো নামক সপ্তদশ দ্গা'-ল্দান-খ্রি-পার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। কম বয়সে তিনি শোগ-দ্রুগ অঞ্চলে অবস্থিত দ্গে-ল্দান-ছোস-'ফেল-গ্লিং (ওয়াইলি: dge ldan chos 'phel gling) নামক বৌদ্ধবিহারে শিক্ষালাভ করেন। এরপর তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্লো-গ্সাল-গ্লিং (ওয়াইলি: blo gsal gling) মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। এরপর তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ শেষ করে গ্সাং-স্ঙ্গাগ্স-ম্খার (ওয়াইলি: gsangs sngags mkhar) বৌধবিহার ও পরে গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৭৫০ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ছাপ্পান্নতম প্রধান হিসেবে নির্বাচিত হন ও এই পদে তিনি সাত বছর থাকেন। এই সময় তিনি ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা নামক দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতার একটি স্বর্ণ মূর্তি নির্মাণ করান। দ্গা'-ল্দান-খ্রি-পা পদ থেকে অবসর গ্রহণের পর তিনি ব্যা-য়ুল-ছোস-স্দে (ওয়াইলি: bya yul chos sde) নামক স্থানে বসবাস করতেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Fifty-Sixth Ganden Tripa, Lobzang Drime"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৪ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-নাম-ম্খা'-ব্জাং-পো
ব্লো-ব্জাং-দ্রি-মেদ
ছাপ্পান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্সাম-গ্তান-ফুন-ত্শোগ্স