ব্লো-ব্জাং-ছোস-দার

ব্লো-ব্জাং-ছোস-দার (ওয়াইলি: blo bzang chos dar) (১৭৩২-১৮১২) তিব্বতের দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয় এবং ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

ব্লো-ব্জাং-ছোস-দার ১৭৩২ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের কা-রিং (ওয়াইলি: pe len nA rgan) পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। ১৭৪৮ খ্রিষ্টাব্দে তিনি লাসা যাত্রা করে দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। ঙ্গাগ-দ্বাং-ব্যাম্স-পা (ওয়াইলি: ngag dbang byams pa) নামক প্রথম ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৭৭৯ ও ১৭৮৪ খ্রিষ্টাব্দে তিনি তিব্বত সরকারের প্রতিনিধি হয়ে চীন যাত্রা করেন। ১৭৮৬ খ্রিষ্টাব্দে তিনি গোমাং মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন এবং ছয় বছর এই পদে থাকেন। এই সময় তিনি একটি অক্ষোভ্য মন্দির নির্মাণ করান। ১৭৯১ খ্রিষ্টাব্দে গোর্খা সেনাবাহিনী তিব্বত আক্রমণ করলে তিনি লাসা শহরের প্রতিরক্ষার দায়িত্ব নেন। ১৭৯৮ খ্রিষ্টাব্দে তিনি ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব লাভ করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dorje, Sonam (অক্টোবর ২০১২)। "Lobzang Chodar"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৩