ব্লেজ পাস্কাল

ফরাসি গণিতবিদ
(ব্লেইজ প্যাসকেল থেকে পুনর্নির্দেশিত)

ব্লেজ পাস্কাল (ফরাসি: Blaise Pascal; জুন ১৯, ১৬২৩-আগস্ট ১৬৬২) একজন ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং ক্যাথলিক দার্শনিক। তিনি একজন বিস্ময় বালক ছিলেন। তিনি তার ট্যাক্স কালেক্টর বাবার কাছে শিক্ষা লাভ করেছিলেন। পাস্কালের জীবনের শুরুর দিকের কাজ ছিল প্রকৃতি ও ব্যবহারিক বিজ্ঞানের উপর, যেখানে প্রবাহী পদার্থের সম্পর্কিত তার বিশেষ গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি প্রথম "চাপ" এবং "শূন্য অবস্থা" ধারণা স্পষ্ট করেন। পাস্কাল বৈজ্ঞানিক পদ্ধতির পক্ষে লিখতেন।

ব্লেজ পাস্কাল
জন্ম(১৬২৩-০৬-১৯)১৯ জুন ১৬২৩
মৃত্যুআগস্ট ১৯, ১৬৬২(1662-08-19) (বয়স ৩৯)
যুগ১৭শ শতাব্দীর দর্শন
অঞ্চলপশ্চিমা দর্শন
ধারামহাদেশীয় দর্শন, অস্তিত্ববাদের পূর্বসূরী
প্রধান আগ্রহ
ঈশ্বরতত্ত্ব, গণিত
উল্লেখযোগ্য অবদান
Pascal's Wager, Pascal's triangle, Pascal's law, Pascal's theorem

১৬৪২ সালে কিশোর অবস্থায় তিনি গণনাকারী যন্ত্র উদ্ভাবনে অগ্রনী ভুমিকা পালন করেন। তিন বছর প্রচেষ্টা এবং ৫০টি মডেল তৈরির পর তিনি যান্ত্রিক গণনাকারী যন্ত্র আবিষ্কার করেন।[] পরের দশ বছরে তিনি এমন বিশটি যন্ত্র উদ্ভাবন করেন। তিনি সারা বিশ্বের প্রথম শ্রেনীর গণিতবিদদের মধ্যে একজন ছিলেন। গবেষণার দুটি প্রধান বিষয় উদ্ভাবনে তিনি বিশেষ অবদান রাখেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি অভিক্ষেপ জ্যামিতির উপর একটি তাৎপর্যপূর্ন নিবন্ধ লিখেন, পরে তা সম্ভব্যতার তত্ত্বের সাথে সুসঙ্গত হয় যা আধুনিক অর্থনীতি এবং সমাজ বিজ্ঞানকে প্রভাবিত করেছে।

Jansenism অপবাদের কারণে, ১৬৪৬ সালে ব্লেজ পাস্কাল এবং তাঁর বোন জাকুলিন ক্যাথলিক ধর্মীয় আন্দোলনে যুক্ত হয়েছিলেন।[] ১৬৫১ সালে তার পিতা মারা যান। ১৬৫৪ সালের শেষের দিকে তিনি রহস্যময় কিছু অভিজ্ঞতার সম্মুখীন হন। তাই তাঁর বৈজ্ঞানিক কর্মযজ্ঞ বন্ধ করে শুরু করেন জীবনের দ্বিতীয় অধ্যায়, যেখানে নিজেকে নিয়োজিত করেন দর্শনধর্মতত্ত্বে। এই সময় তিনি পাটিগণিতিক ত্রিভুজের উপর একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ লেখেন। ১৬৫৮ ও ১৬৫৯ সালের মধ্য তিনি বৃত্ত নিয়ে লেখেন এবং বিভিন্ন কঠিন বস্তুর আয়তন নির্ণয়ে তার প্রয়োগ আলোচনা করেন।

পাস্কাল ভগ্ন স্বাস্থ্যের অধিকারী ছিলেন এবং তাঁর ৩৯তম জন্মদিনের পরের মাসেই তিনি মৃত্যুবরণ করেন। []


প্রাথমিক জীবনও শিক্ষা

সম্পাদনা

গণিতে অবদান

সম্পাদনা

গণিতের দর্শন

সম্পাদনা

বিজ্ঞানে অবদান

সম্পাদনা

পরবর্তী জীবন, ধর্ম, দর্শন এবং সাহিত্য

সম্পাদনা

কর্মকাণ্ড

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. http://fr.wikisource.org/wiki/La_Machine_d%E2%80%99arithm%C3%A9tique ফরাসি ভাষায়
  2. ব্লেজ পাস্কাল ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া
  3. হল এন্পারস: A History of Probability and Statistics and Its Applications before 1750, (Wiley Publications, ১৯৯০) পৃ.৪৪

বহিঃসংযোগ

সম্পাদনা