মস্তিষ্ককাণ্ড

স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কের কেন্দ্রীয় কাণ্ডসদৃশ অংশ, যা মধ্যমস্তিষ্ক, পন্স ও মেডুলা অবলঙ্
(ব্রেইনস্টেম থেকে পুনর্নির্দেশিত)

মস্তিষ্ককাণ্ড (ইংরেজি: brainstem) মস্তিষ্কের পেছনের একটি অংশ যা শেষে সুষুম্নাকাণ্ড পর্যন্ত বিস্তৃত। মস্তিষ্ককাণ্ডকে মস্তিষ্কের গোড়া হিসেবে বিবেচনা করা যায়। এর অংশগুলোর মধ্যে রয়েছে মধ্য মস্তিষ্ক, পন্স, ও পশ্চাৎমস্তিষ্কের মেডুলা অবলংগাটা। কিছু ক্ষেত্রে অগ্রমস্তিষ্কের কডাল অংশের অন্তর্ভুক্ত আন্তরমস্তিষ্ককেও মস্তিষ্ককাণ্ডের অন্তর্গত হিসেবে ধরা হয়।[]

মস্তিষ্ককাণ্ড
মানুষের মস্তিষ্কের প্রস্থচ্ছেদে ব্রেইনস্টেমের মূল তিনটি অংশ তিনটি ভিন্ন রং-এ নির্দেশ করা হয়েছে
বিস্তারিত
যার অংশমস্তিষ্ক
উপাদানসমূহমেডুলা, পনস, মধ্যমস্তিষ্ক
শনাক্তকারী
লাতিনtruncus encephali
মে-এসএইচD001933
নিউরোনেমস2052, 236
নিউরোলেক্স আইডিbirnlex_1565
টিএ৯৮A14.1.03.009
টিএ২5856
এফএমএFMA:79876
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা

মস্তিষ্ককাণ্ড থেকে করোটিকা স্নায়ুর মাধ্যমে মুখঘাড়ের অংশে মূল চেষ্টীয় (মোটর) ও সংজ্ঞাবহ (সেনসরি) স্নায়ুগুলো বিস্তৃত। তেরো জোড়া করোটিকা স্নায়ুর মধ্যে দশ জোড়া (বা বারো জোড়া, যদি আন্তরমস্তিষ্ককে মস্তিষ্ককাণ্ডের অন্তর্ভুক্ত ধরা হয়) স্নায়ুর উৎপত্তি মস্তিষ্ককাণ্ড অংশে। এটি মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ মস্তিষ্ক থেকে শরীরের অন্যান্য সকল অংশে চেষ্টীয় বা আজ্ঞাবহ স্নায়ু ও সংজ্ঞাবহ স্নায়ুর সংযোগ ঘটে মস্তিষ্ককাণ্ডের মধ্য দিয়ে।

হৃৎপিণ্ডশ্বাস তন্ত্রের কার্যক্রম নিয়ন্ত্রণে মস্তিষ্ককাণ্ডের মুখ্য ভূমিকা রয়েছে। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরের চেতনা বজায় রাখা ও ঘুম চক্র নিয়ন্ত্রণেও অত্যাবশ্যক ভূমিকা পালন করে। মস্তিষ্ককাণ্ড শরীরের জীবনরক্ষাকারী বহু কার্যক্রমের নিয়ন্ত্রক, যার মধ্যে রয়েছে, হৃৎস্পন্দন, শ্বাস-প্রশ্বাস গ্রহণ, ঘুম, খাদ্য গ্রহণ, ইত্যাদি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Alberts, Daniel (২০১২)। Dorland's illustrated medical dictionary. (32nd সংস্করণ)। Philadelphia, PA: Saunders/Elsevier। পৃষ্ঠা 248আইএসবিএন 978-1-4160-6257-8 

বহিঃসংযোগ

সম্পাদনা