ব্রায়ান সিংগার
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: ব্রায়ান সিংগার – সংবাদ, বই, গবেষণাপত্র) |
ব্রায়ান সিংগার (জন্ম: ১৭ই সেপ্টেম্বর, ১৯৬৫) মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছেন দ্য ইউজুয়াল সাসপেক্ট্স ছবির মাধ্যমে। আর দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন বেশ কিছু বিজ্ঞান কল্পকাহিনীমূলক সিনেমা করে। তার সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে আছে এক্স-মেন এবং সুপারম্যান রিটার্নস।
চলচ্চিত্রসমূহসম্পাদনা
বছর | সিনেমার নাম | পুরস্কার | রটেন টম্যাটোস রেটিং |
---|---|---|---|
১৯৯৩ | পাবলিক অ্যাক্সেস | ৫০% | |
১৯৯৫ | দ্য ইউজুয়াল সাসপেক্ট্স | বাফটা অ্যাওয়ার্ড - সেরা চলচ্চিত্র | ৮৯% |
১৯৯৮ | অ্যাপ্ট পিউপিল | ৫৩% | |
২০০০ | এক্স-মেন | স্যাটার্ন অ্যাওয়ার্ড - সেরা পরিচালনা | ৮০% |
২০০৩ | এক্স২: এক্স-মেন ইউনাইটেড | ৮৭% | |
২০০৬ | সুপারম্যান রিটার্নস | স্যাটার্ন অ্যাওয়ার্ড - সেরা পরিচালনা | ৭৭% |