ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন ফুটবল ক্লাব

ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন ফুটবল ক্লাব (/ˈbrtən ... ˈhv/); সাধারণত ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন এফসি অথবা শুধুমাত্র ব্রাইটন নামে পরিচিত) হচ্ছে ব্রাইটন ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লিগ প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ১৯০১ সালের ২৪শে জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ব্রাইটন তাদের সকল হোম ম্যাচ ব্রাইটনের ফামার স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,৭৫০।[১] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন গ্রাহাম পটার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন টনি ব্লুমইংরেজ রক্ষণভাগের খেলোয়াড় লুইস ডাঙ্ক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন
ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন ফুটবল ক্লাব লোগো.svg
পূর্ণ নামব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন ফুটবল ক্লাব
ডাকনামদ্য সিগালস, আলবিয়ন
প্রতিষ্ঠিত২৪ জুন ১৯০১; ১২১ বছর আগে (1901-06-24)
মাঠফামার স্টেডিয়াম
ধারণক্ষমতা৩০,৭৫০[১]
সভাপতিইংল্যান্ড টনি ব্লুম
প্রধান কোচইংল্যান্ড গ্রাহাম পটার
লিগপ্রিমিয়ার লিগ
২০১৯–২০১৫তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, ব্রাইটন এপর্যন্ত ২৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি এফএ কমিউনিটি শিল্ড, ৩টি তৃতীয় স্তরের লিগ, ২টি চতুর্থ স্তরের লিগ, ১টি সাউদার্ন ফুটবল লিগ, ১৪টি সাসেক্স সিনিয়র চ্যালেঞ্জ কাপ এবং ২টি সাসেক্স আরইউআর কাপ শিরোপা রয়েছে।

অর্জনসম্পাদনা

উৎস:[২]

লিগসম্পাদনা

কাপসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Brighton ground at capacity – Barber"। BBC। ২১ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Club records"। Brighton & Hove Albion F.C.। ৩ জানুয়ারি ২০১৪। ৩০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮ 
  3. "R.U.R. Cup Final Results – Sussex County Football Association"। Sussexcountyleague.com। ৪ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১২ 

বহিঃসংযোগসম্পাদনা