ব্যাঙ্ক অব ক্যালকাটা

(ব্যাঙ্ক অফ ক্যালকাটা থেকে পুনর্নির্দেশিত)

ব্যাঙ্ক অফ ক্যালকাটা (বর্তমান ভারতীয় স্টেট ব্যাঙ্ক) ছিল ভারতের প্রথম ব্যাঙ্ক। প্রধানত টিপু সুলতানমারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে জেনারেল ওয়েলেসলিকে অর্থসাহায্যের জন্যই ১৮০৬ সালের ২ জুন এই ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। ১৮০৯ সালের ২ জানুয়ারি এই ব্যাঙ্কের নাম পালটে রাখা হয় ব্যাঙ্ক অফ বেঙ্গল

ব্যাংক অফ বেঙ্গল
প্রাক্তন নামব্যাঙ্ক অফ ক্যালকাটা
শিল্পব্যাংকিং, অর্থনৈতিক সেবা সমূহ
উত্তরসূরীইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
প্রতিষ্ঠাকাল২ জুন ১৮০৬; ২১৭ বছর আগে (2 June 1806)
বিলুপ্তিকাল২৭ জানুয়ারি ১৯২১; ১০৩ বছর আগে (27 January 1921)
অবস্থাব্যাঙ্ক অফ বোম্বে এবং ব্যাঙ্ক অফ মাদ্রাজ সাথে মিশে গেছে
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
ব্রিটিশ ভারত
১৮৭৬ সালের ১৩ ই মে জারি করা ব্যাংক অফ বেঙ্গলের শেয়ার


ইতিহাস সম্পাদনা

 
১৮৮৬ সালে ব্যাঙ্ক অফ বেঙ্গল কর্তৃক চালু একটি এক্সচেঞ্জ বিল

রেঙ্গুন (১৮৬১), পাটনা (১৮৬২), মির্জাপুর (১৮৬২) ও বারাণসীতে (১৮৬২) এই ব্যাঙ্কের শাখা স্থাপিত হয়। ব্যাঙ্ক অফ বেঙ্গল সুপরিচিত হয়ে ওঠার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঢাকায় ব্যাঙ্কের শাখা স্থাপনে উদ্যোগী হন। এরপরই ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বেঙ্গল সংযুক্ত হয় ১৮৬২ সালে।[১] এরপর কানপুরেও ব্যাঙ্ক অফ বেঙ্গলের একটি শাখা স্থাপিত হয়।

ব্যাংকটি ঝুঁকিপূর্ণ ছিল এবং তিন মাসেরও বেশি সময় ধরে ঋণ দেবে না, যার ফলে স্থানীয় ব্যবসায়ীরা, ব্রিটিশ ও ভারতীয় উভয়ই বেসরকারী ব্যাংক চালু করেছিল, যার মধ্যে অনেকগুলি ব্যর্থ হয়েছিল। সবচেয়ে বড় ব্যাংক ব্যর্থতা ছিল ইউনিয়ন ব্যাংক লিমিটেড (১৮২৯-১৮৪৮) যা ব্রিটিশ কোম্পানীর সাথে অংশীদারিত্বে দ্বারকানাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[২]

১৯২১ সালে ব্যাঙ্ক অফ বোম্বাইব্যাঙ্ক অফ মাদ্রাজ — এই দুখানি প্রেসিডেন্সি ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বেঙ্গলের সঙ্গে মিশে যায় এবং ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয়।[৩] স্বাধীন ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কিং সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১৯৫৫ সালের ৩০ এপ্রিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অধিগ্রহণ করে নেয় এবং এই ব্যাঙ্কের নামকরণ করা হয় "স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া"।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Banker's Magazine, Vol. 22, p.565-6.
  2. Paul, Aniek (২০১৫-০৮-২২)। "The chequered history of Kolkata's banks"Livemint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৬ 
  3. "Bank of Calcutta, oldest bank of Asia never failed!"Get Bengal। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ 
Sources

আরও পড়ুন সম্পাদনা

  • The Evolution of the State Bank of India, Volume 1 — The Roots 1806-1876 by Amiya Kumar Bagchi [১]