বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪৪, ১২ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

চুয়াডাঙ্গা জেলা (উত্তর) সম্পাদনা

ভাই তৌফিক, আপনার আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আপনার নিবন্ধ যদি সঠিক পথে এগোতে থাকে, তবে কেউই সহসা তা মুছে ফেলবেন না, আপনাকে সেটার উন্নয়ন করার সময় দেয়া হবে। কোনো নিবন্ধকে "সম্পাদনা-যুদ্ধ" থেকে মুক্ত রেখে নিরাপদে কাজ করে সম্পূর্ণতা দিতে নিবন্ধের একেবারে শুরুতে {{কাজ চলছে}} ট্যাগটি জুড়ে নিন, এবং কাজ শেষ হলে তা তুলে নিন। আর, একটু মনে করিয়ে দিই যে, তথ্যসূত্র হিসেবে ব্লগ, ফোরাম, ফেসবুক ইত্যাদির কোনো তথ্যসূত্র গ্রহণ করা হয় না, ইংরেজি উইকিও কোনো তথ্য-উৎস নয়, বরং শ্রেফ অনুবাদ করা চলে, এবং তৃতীয় পক্ষীয় তথ্যসূত্র (নিবন্ধের বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত নয় এমন তথ্যসূত্র) সবসময়ই অগ্রগণ্য হয়। যে তথ্যই পান, তার সব যোগ না করে সারমর্মটুকু তুলে ধরুন, এতে অযথা নিবন্ধের কলেবর বাড়বে না। ...আপনার কোনো প্রশ্ন থাকলে সব সময়ই স্বাগতম। আর যেকোনো সময় আলাপ লেখা শেষে চারটি টিল্ডা (~~~~) দিন, এতে আলাপ শেষে স্বয়ংক্রীয়ভাবে আপনার স্বাক্ষর যোগ হয়ে যাবে, ঠিক যেমন এখানে আমার নামটি যোগ হয়েছে। ভালো থাকুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৩১, ২৫ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আর আপনার ব্যবহারকারী পাতায় নিজের সম্বন্ধে তথ্য যোগ করুন। যদি কখনও "সাহায্য করুন" ট্যাগ যোগ করতে হয়, তবে তা আপনার আলাপ পাতায় করুন। :)  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৩৪, ২৫ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন