স্বাগতম সম্পাদনা

প্রিয় Tanjir, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপের পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --Ragib ০৫:৫০, ১২ মে ২০০৬ (UTC)

জসিমুদ্দিন এর উপর নিবন্ধ আগে তৈরি করুন, তার পর category যোগ করুন। আর এ ক্ষেত্রে বিষয়শ্রেণী হবে বাংলাদেশী কবি। ধন্যবাদ। --Ragib ০৫:৫০, ১২ মে ২০০৬ (UTC)

আমি বুঝতে পারছিলাম না কিভাবে নতুন বিষয় খোলা যায়। দেখলাম এভাবে নতুন বিষয় খোলা যাচ্ছে। আপনি দয়া করে আমাকে এডিট করতে সাহায্য করতে পারেন? আপনার অভিনন্দনের জন্য অসংখ্য ধন্যবাদ। -তানজীর


আমি বিষয় যোগ করে দিয়েছি। এখানে ক্লিক করে দেখুন, কিভাবে করতে হয়। ধন্যবাদ। --Ragib ০৬:৪৪, ১২ মে ২০০৬ (UTC)

ইলিশ মাছের ছবিটির কপিরাইট তথ্য কী? অন্য ওয়েবসাইট থেকে কোন ছবি কিন্তু এখানে যোগ করা যাবেনা , যদিনা ছবিটি ফ্রী হয়। ধন্যবাদ। --Ragib ০৭:০৫, ১২ মে ২০০৬ (UTC)

বাংলাদেশী কবি এবং বাঙ্গালী কবি সম্পাদনা

দুইটা তালিকাই আমার দৃষ্টি আকর্ষণ করল। কারণ, স্বাভাবিকভাবেই সকল বাংলাদেশী কবি বাঙ্গালী কবির তালিকায় পড়া উচিত। কিন্তু বাঙ্গালী কবির তালিকা দেখে আপাত দৃষ্টিতে মনে হয় এটা কলকাতার কবিদের তালিকা। বিষয়টি খতিয়ে দেখলে খুশি হতাম।

made the former a sub-cat of the latter. --Ragib ০৭:১৮, ১২ মে ২০০৬ (UTC)

ছবির রেফারেন্স সম্পাদনা

েই ওয়েব সাইট থেকে পেয়েছিঃ www.padma-tr.com/

আমি ব্যাপারটি বুঝতে পারিনি। দুঃখিত।

-- তাহলে তো এটা ব্যবহার করা ঠিক হবে না। উইকিপিডিয়া উন্মুক্ত বিশ্বকোষ, আর এর ভুক্তি গুলোকে উন্মুক্ত রাখতে হলে সব মুক্ত বা অনুমতিসাপেক্ষ ছবি ব্যবহার করতে হবে। যা হোক, আপনি যদি কোন ফটোগ্রাফার এর কাছ থেকে অনুমতি পান, তাহলে কোন সমস্যা নেই। আমি যা করি, তা হল, flickr হতে ছবি খুঁজে বের করে ই-মেইল করে অনুমতি নেই। --Ragib ০৭:১৫, ১২ মে ২০০৬ (UTC)

--

বড়ই কঠিন লাগছে। হা হা। সমস্যা হল পরে আমি অই ওয়েবসাইটে গিয়ে দেখি অইটা একটা গ্রোসারী স্টোর-এর। পাশে দাম লিখা ইলিশ মাছ-এর। যাই হোক। ভাল লাগছে আপনি সব কিছু খুটিয়ে দেখছেন। কিছুটা নিশ্চিত হওা গেল। আমি যে তথ্য ব্যবহার করেছি আমার লেখাতে তা প্রধানত উইকিপিডিয়া এবং বাংলাপিডিয়া থেকে নেয়া। বাংলাপিডিয়ার তথ্য ব্যবহার করা যাবে কি?

-- বাংলাপিডিয়ার ইংরেজী সংস্করণ হতে যদি অনুবাদ করে বাংলায় লিখেন, তাহলে সমস্যা নেই। আর বাংলাপিডিয়ার বাংলা সংস্করণ হতে নিলে ভাষান্তর করতে হবে। একই ভাবে বাংলাপিডিয়া (ইংরেজী) হতে ইংরেজী উইকিপিডিয়ায় তথ্য নিলে ভাষান্তর করে নিতে হবে। ইংরেজী উইকিপিডিয়া হতে অনুবাদ করতে কোন বাধা নেই। --Ragib ০৭:৩০, ১২ মে ২০০৬ (UTC)

-- তাহলে ঠিক আছে। আমি বাংলাপিডিয়ার ইংরেজী সংস্করণ থেকে নিয়েছি। ধন্যবাদ আপনার সাহায্যের জন্য।