বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

thanks

শাহ সুলতান কমর উদ্দিন রুমী ( রহঃ) এর মাজার শরিফ, মদনপুর, নেত্রকোনা, বাংলাদেশ। সম্পাদনা

সুদূর আরব ভূখন্ড হইতে এদেশে পৌত্রলিক বাংলায় ৪৪৫ হিজরি তে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন ইসলামের মহান সেবক গন । আন্তর্জাতিক ইসলাম প্রচারকারী সংস্থা ( ও আই সি) এর নির্দেশনা অনুযায়ী ১২০ জন সফর সংগী নিয়ে মক্কা থেকে ইসলামের দাওয়াতে বীর সেনানি গন বাহির হয়েছিলেন। সেই মিশনের প্রধানের দ্বায়িত্ব নিয়ে যিনি এসেছিলেন, তিনিই হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) নামে এদেশে পরিচিত। এই মহান অলি র পবিত্র মাজার শরিফ ময়মনসিংহের নেত্রকোনা জেলা মদনপুর নামক স্তানে অবস্থিত।

এই বাংলায় এর আগে কোন নবি রাসুল পীর আওলিয়া এদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তেমন কোন ধারনা নেই বলে অনুমান করা হয়। তাই কেউ কেউ উনাকে বিসমিল্লাহ পীর বলেও অবিহিত করেন। TAWFIQUE RAIHAN FORHAD (আলাপ) ২১:১৮, ২৩ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন