প্রিয় Susanta, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ



কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bn ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন!আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 



--রাগিব (আলাপ | অবদান) ০৭:৪০, ২১ নভেম্বর ২০০৭ (UTC)

ছবি সংযোগ সম্পাদনা

[[চিত্র:Example.jpg|thumb|220px|ছবির ক্যাপশন]] ট্যাগটি ব্যবহার করুন এবং Example.jpg বদলে আপনার ছবির নাম এবং ছবির ক্যাপশন অংশে আপনার ছবির ক্যাপশন যোগ করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১০, ১ জানুয়ারি ২০০৮ (UTC)

নিবন্ধে ছবি যোগ করতে চাইলে প্রথমে সেই ছবি বাংলা উইকিপিডিয়াতে অথবা wikimedia commons -এ আপলোড করতে হবে। অবশ্য আপনি হয়তো এতক্ষণে তা জেনে গেছেন।-Raiyan ০৬:৪৮, ২ জানুয়ারি ২০০৮ (UTC)

সাহায্য সম্পাদনা

ছবিগুলো ব্যবহারের আগে উইকিপিডিয়ায় আপলোড করতে হবে। আপলোড করার জন্য সাইটের বাম পাশের সাইডবারে "হাতিয়ার" অংশে আপলোড লিঙ্কে ক্লিক করলে আপলোড পাতা আসবে তাতে আপনি ফাইল আপলোড করতে পারবেন। তবে পাতার "সারাংশ" অংশে ছবির বর্ণনা এবং কপিরাইট তথ্য যোগ করতে ভুলবেন না যেন। আর কপিরাইটকৃত কোন ছবি উইকিপিডিয়ায় ব্যবহার করা যাবে না। সে ক্ষেত্রে ছবিগুলো মুছে ফেলা হবে।

ছবি আপলোড করার পরে আপনার নিবন্ধে [[চিত্র:Example.jpg|thumb|220px|ছবির ক্যাপশন]] ট্যাগটি ব্যবহার করুন এবং Example.jpg বদলে আপনার ছবির নাম এবং ছবির ক্যাপশন অংশে আপনার ছবির ক্যাপশন যোগ করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৫৭, ২ জানুয়ারি ২০০৮ (UTC)

অথবা ছবি গুলো wikiphotos@bdosn.org ঠিকানায় বর্ণনা এবং কপিরাইট তথ্যসহ ইমেইল করুন, আমি ছবিগুলো আপলোডের ব্যবস্থা করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৫৯, ২ জানুয়ারি ২০০৮ (UTC)

আর জেলা এবং উপজেলার নিবন্ধ আলাদা হবে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:০৫, ২ জানুয়ারি ২০০৮ (UTC)

ধরলা ব্রীজ সম্পাদনা

ছবিটি খুব সুন্দর হয়েছে, আপনি creative common licence দিতে পারেন।-Raiyan ০৭:৩২, ২ জানুয়ারি ২০০৮ (UTC)

কিছু পরামর্শ সম্পাদনা

কয়েকটি বিষয় সম্ভবত আপনার জানা নেই। নতুন হিসেবে না জানারই কথা। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি:

  • বাংলাদেশের সব জেলা এবং উপজেলা নিয়ে নিবন্ধ ইতোমধ্যে তৈরী করা হয়েছে। অবশ্য তাতে কোন তথ্য বা বর্ণনা নেই। শুধু একটি নির্দিষ্ট ছাঁচ রয়েছে। আপনি যে উপজেলা নিয়ে লিখবেন সেই উপজেলার নিবন্ধে তথ্য যোগ করুন। আর একসাথে না দিয়ে প্রতিটি অনুচ্ছেদের ভিতরে দিয়ে দিন। বর্ণনামূলক কয়েকটি লাইন থাকলে আরও ভাল হয়। আমি আপনার তৈরী দুটি উপজেলার নিবন্ধ সংশোধন করেছি। তা দেখলেই বুঝতে পারবেন। তাই সে অনুযায়ী বাকিগুলো তৈরী করাটাই আমার কাছে সমীচীন মনে হচ্ছে। আপনি মতামত দিন।
  • আমি এখানে যেভাবে লিখছি অর্থাৎ পয়েন্ট দিয়ে দিয়ে সেভাবে দিতে পারেন। একটি স্টার চিহ্ন মানে একটি বুলেট তথা একটি পয়েন্ট। কারণ এখানে সাধারণাবে লিখার ফরম্যাটটি কাজ করেনা। পরের লাইনে যেতে হলে ব্রেক কমান্ড দিতে হয় (
    )। কিন্তু ব্রেকটাও এখানে খুব একটা ব্যবহৃত হয়না। পরের প্যারায় যেতে কোন কমান্ড লাগেনা। একটি লাইন ফাঁকা রেখে পরের লাইন থেকে লিখলেই হল। আর ব্রেক না দিয়ে বুলেটিং করে দিলে সবচেয়ে সুন্দর দেখায়।
  • বাংলা উইকিপিডিয়া আপনার তথ্যগুলো সবার জন্য পরিবেশন করা এবং নিজের আগ্রহের বিষয়গুলো ইন্টারনেটে এক জায়গায় জমিয়ে রাখার একটি বিশাল কর্মযজ্ঞ। কাজ চালিয়ে যান। -- মুহাম্মদ ১১:৪৩, ২ জানুয়ারি ২০০৮ (UTC)

পরামর্শ+ সম্পাদনা

খুব সহজ কিছু মার্কআপ পাবেন এখানে। বিস্তারিত তালিকা পাবেন এক নজরে সম্পাদনা সহায়িকাতে। জেলা ও উপজেলার উপরে আলাদা নিবন্ধ তৈরী আছে। আপনার কাছে নিজের তোলা ছবি থাকলে আপলোড করুন, অথবা wikiphotos AT bdosn.org এই ঠিকানায় পাঠিয়ে দিন। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৪১, ২ জানুয়ারি ২০০৮ (UTC)