ছিদ্রায়িত রাষ্ট্র সম্পাদনা

কোনো দেশের ভূ-খণ্ডের মাঝখানে যদি অন্য কোনো স্বাধীন দেশ থাকে, তাহলে ঐ ভূ-খণ্ড গুলোর মধ্যে থাকা বড় রাষ্ট্রকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। অথবা বলা যায়, কোনো এক বা একাধিক স্বাধীন ভূ-খণ্ড যদি তুলনামূলকভাবে একটি বৃহৎ রাষ্ট্র দ্বারা চতুর্দিক থেকে আবদ্ধ/পরিবেষ্টিত অবস্থায় থাকে তাহলে যে বৃহৎ রাষ্ট্রটি ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে চারদিক থেকে আবদ্ধ/পরিবেষ্টিত করেছে তাকে(উক্ত বৃহৎ রাষ্ট্রকে) ছিদ্রায়িত রাষ্ট্র বলে।

ইতালির মাঝখানে সানমেরিনো ও ভ্যাটিকান সিটি নামে ২টি স্বাধীন রাষ্ট্র রয়েছে। আর এই ৩টি রাষ্ট্রঃ ইতালি, সানমেরিনো ও ভ্যাটিকান সিটির মধ্যে ইতালি সবচেয়ে বড় রাষ্ট্র। আর ইতালি এই রাষ্ট্রগুলো(সানমেরিনো, ভ্যাটিকান সিটি)কে চতুর্দিক থেকে আবদ্ধ/পরিবেষ্টিত করেছে বা ঘিরে রেখেছে। এজন্য ইতালিকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। অনুরুপভাবে দক্ষিণ আফ্রিকার মাঝখানে লেসোথো এবং সোয়াজিল্যান্ড নামে ২টি স্বাধীন রাষ্ট্র রয়েছে। এজন্য দক্ষিণ আফ্রিকাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। Sshakil482 (আলাপ) ১২:০৭, ১২ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন