পুরুলিয়ার এনসাইক্লোপিডিয়া পুঁথিদাদু

স্কুলের গণ্ডি পার না হয়েও পড়ান কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের৷ বিদ্যা আর শিক্ষা যে আলাদা তার প্রকৃত উদাহরণ গুরুচরণ গড়াই অর্থাৎ পুঁথিদাদু। তার আসল নামে কেউই চেনেন না। ইনি কারোর কাছে পুঁথিদাদু আবার কারোর কাছে পুরুলিয়ার এনসাইক্লোপিডিয়া আবার কারোর কাছে বইপাগল নামে পরিচিত।

পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার বুড়দা গ্রামের সকলের কাছে ইনি পুঁথিদাদু নামেই পরিচিত। সাহিত্য হোক বা ব্যাকরণ, দর্শন কিংবা ইতিহাস সবই তার নখদর্পণে। ছাত্র-ছাত্রীদের মুশকিল আসান মানেই পুঁথিদাদু ও তাঁর লাইব্রেরী।

বর্তমানে তিনি ৮০তে পা দিয়েছেন। তিনি পড়াশোনা করেছেন কিন্তু মাত্র সপ্তম শ্রেণি অবধি। তবে কে বলবে প্রথাগত ডিগ্রি নেই তাঁর। পেশায় কৃষক জ্ঞানে প্রফেসর। পুঁথিদাদুর কাছে পড়তে আসেন বহু স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরা৷ সম্পূর্ণ নিজের উদ্যোগে গড়ে তুলেছেন ‘চৈতন্য গ্রন্থাগার’৷ বইয়ের সংখ্যা দেড় হাজারেরও বেশি৷ কোন বইয়ের কোন পাতায় কী লেখা রয়েছে, সবই তাঁর মস্তিষ্কে।

মাত্র ১১ বছর বয়সে বাবা মারা গিয়েছিলেন৷ ওনার জীবনে সংগ্রামের পথ সেই থেকে শুরু৷ পড়াশোনা ছাড়লেও মন থেকে বাদ দিতে পারেনি বইয়ের প্রতি ভালোবাসায়৷ অভাবে স্কুলে যাওয়া বন্ধ হয় কিন্তু তার বইয়ের কদর কমেনি। সবার কাছ থেকে চেয়েচিন্তে বই আনতেন৷

শেষে ১৯৫৩ সালে নিজের বাড়ির মধ্যেই গ্রন্থাগার গড়ে তোলেন পুঁথিদাদু৷ চাষের কাজের পাশাপাশি চলতে থাকে তাঁর বই সংগ্রহের কাজ৷ সেই সঙ্গে পড়াশোনা৷ একটু স্বাচ্ছন্দ্যের আশায় ছাত্রছাত্রীদের পড়াতে শুরু করেন৷ লোকমুখে খ্যাতি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি৷ এখানেই শেষ নয়, সাহিত্যচর্চাও করেন গুরুচরণ৷ তার উল্লেখযোগ্য ‘কোরক’ নামক একটি কাব্যগ্রন্থ৷ হাজারো সমস্যার মধ্য দিয়েও তিনি পড়াশোনা চালিয়ে যান। সুতরাং এনার থেকে আমরা একটাই জিনিস শিক্ষা পেলাম যে, লক্ষ্য আর স্বপ্ন যদি এক থাকে আর সেই স্বপ্ন যদি পূরন করার ইচ্ছা থাকে তা অবশ্যই পূরন হবে। হতে বাধ্য।

তথ্যসূত্র; সংগৃহীত

মার্চ 2021 সম্পাদনা

  স্বাগতম, আমি MdsShakil। আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি উইকিপিডিয়া:কেন অ্যাকাউন্ট তৈরি করবেন? পাতায় এক বা একাধিক পরীক্ষামূলক সম্পাদনা করেছেন। অভিনন্দন আপনার সম্পাদনা সংরক্ষিত হয়েছিল, আপনি যদি আরও পরীক্ষামূলক সম্পাদনা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনার পরীক্ষামূলক সম্পাদনা অপসারণ করা হয়েছে। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১১:২৭, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন