বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৩:৫২, ২২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

Online 29

Online 29 (২০২০) একটি ফেসবুক গ্রুপ

আমরা কিছু বন্ধুরা মিলে এই গ্রুপের যাত্রা শুরু করি।

সূচনাঃ Online 29 এর সূচনা বা উতপত্তি একটু ব্যাতিক্রমি, একটি ফেসবুক পোস্ট এর কমেন্ট থেকে Sakhawat Islam Sohel এর উদ্যোগে এই গ্রুপ এর সূচনা। সূচনা লগ্নে এই গ্রুপ এর নাম ছিল ...

এই গগ্রুপটি খোলার উদ্দেশ্য ছিল মূলত সবার সাথে যোগাযোগ বা আলাপ চারিতার জন্য, হঠাত একদিন শাহাদাত শিমুল আমাদের একটি এপ এর লিঙ্ক পাঠায়, যার নাম Twenty Nine , এটি একটি Mobile Card Game App. শুরু হল আমাদের Online এ কার্ড খেলার পর্ব। হয়ত কেউ ধারনাও করেনি যে শাহাদাত শিমুল এর দেখানো এই একটা এপ আমাদের ইন্টারনেট জগতটাকে এইভাবে পরিবর্তন করে দিবে।

হ্যাঁ সেই থেকে শুরু ভার্চুয়াল আড্ডা, এ যেন পাশাপাশি বসে নিজেদের সেই সব পুরাতন জায়গাগুলিতে বিনিদ্র রাত্রিজাগরন। এ হল হারিয়ে যাওয়া কিছু অনাবিল আনন্দের মুহূর্তকে নতুন করে পাওয়া।

শত ব্যাস্ততার মাঝেও এই ভার্চুয়াল আড্ডায় সবাই উদার হস্তে সময় দান করেছে।

আমাদের কার্ড খেলা দিনে দিনে সবার কাছে অতিমাত্রায় উন্মাদনা তৈরি করে। উন্মাদনার চরম পর্যায় শুরু হয় যখন টুর্নামেন্ট এর প্রস্তাবনা হয়। হ্যাঁ যেই কথা সেই কাজ, শুরু হয় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি।