সক-পাপেট ? ও সাইন্স বী সম্পাদনা

আমার মনে হচ্ছে, আপনার বর্তমান একাউন্টটি একটি সক-পাপেট। কারণ ইতঃপূর্বে সায়েন্স বী নিবন্ধটি কয়েকবার ডিলিট করা হয়েছিল। কিন্তু আপনি প্রথম সম্পাদনায় খুব ভালোমতো তৈরি করলেন। যা একজন অনভিজ্ঞ ব্যবহারকারীর পক্ষে সম্ভব না। আপনার পূর্বের একাউন্টের নাম কী? আপনার সাথে সাইন্স বী’র সম্পর্ক কী? ইতঃপূর্বে সাইন্স বী তাদের ফেসবুক পেইজে উইকিপিডিয়ানের খুঁজে পোস্ট দিয়েছিল। আপনি কী এরকম কেউ? অনুগ্রহপূর্বক বিষয়গুলো পরিষ্কার করুন। ধন্যবাদ।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৮:৫৭, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আমি বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী। ২০১৫ সাল থেকে উইকিপিডিয়ায় আর্টিকেল সংশোধনের কাজ শুরু করি। কিন্তু পড়ালেখার ব্যস্ততায় ২০১৮ সালের পর আর কাজ করা হয়ে ওঠেনি। এখন আবার কাজ করা শুরু করেছি। কিন্তু আগের আইডির পাস বা নাম কোনোটাই আর মনে নেই৷ তাই নতুন আইডি খোলা। সাইন্স বী'র সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই৷ আমি তাদের ফেসবুক গ্রুপের একজন সদস্য। এছাড়া পেপারে তাদের ব্যাপারে পড়েছি। সেখান থেকে এই আর্টিকেল লেখা! দয়া করে বলবেন কী এই বিষয়ে লেখায় মানা আছে কিনা? -- Ruhan 12 (আলাপ) ০৯:১১, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন