বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

স্নেহাশীষ রায় সম্পাদনা

ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র। তিনি ঢাকা কলেজ ছাত্র ফেডারেশনের আহ্বায়ক ছিলেন। এখন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখায় অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতি ও পড়ালেখার পাশাপাশি তিনি কবিতা লেখাতেও সিদ্ধ হস্ত। অবসর সময়ে ভ্রমণে বের হন। Roy snehashish (আলাপ) ২০:৫৮, ১২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশের পর্যটন সেক্টর সম্পাদনা

অত্যন্ত দুঃখের বিষয় যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো যেভাবে তাদের পর্যটন স্পটগুলো আরও আকর্ষণীয় ও পর্যটনবান্ধব করে গড়ে তুলছে সেভাবে বাংলাদেশ সরকারের কার্যক্রম চোখে পড়ে না। অথচ এই সেক্টরকে কাজে লাগিয়ে সরকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। পর্যটন স্পটগুলো এখন ব্যসায়ীরূপী ডাকাতদের হাতে জিম্মী। তারা ভ্রমণপিয়াসীদের কাছ থেকে বিভিন্নভাবে উচ্চমূল্যে পর্সেযটন কেন্দ্রীক সেবাদান তো করছেই উল্টো সেবার মান ও খুবই তুচ্ছ। অপরদিকে স্থানীয় দালাল ও বাটপারদের দৌরাত্ন্য তো আছেই। এই অবস্থার আশু পরিবর্তন প্রয়োজন। সরকারের এই ব্যাপারগুলোর প্রতি যত্নবান হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আর যারা ভ্রমণ করেন, নিজেদের ট্যুরিস্ট বলে দাবি করেন তাদেরও উচিত পরিবেশের প্রতি যত্নবান হওয়া। ঘুরতে গিয়ে এমন কিছু না করাই ভাল যা পরিবেশের প্রকৃতিকতা নষ্ট করে। পরিশেষে আমি একটা কথাই বলবো আমরা সবাই যদি পর্যটনের ব্যাপের সচেতন হই তাহলে আমরা যেমন ঘুরতে গিয়ে স্বাচ্ছন্দে আনন্দ ও প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবো তেমনি বিদেশী পর্যটকদেরও দেশে আনাগোনা বৃদ্ধি পাবে যা দিনশেষে আমাদেরকেই লাভবান করবে। Roy snehashish (আলাপ) ১৮:৫৫, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন