স্বাগতম সম্পাদনা

প্রিয় Rajuru, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --বেলায়েত ১৪:৪৮, ১৯ জুন ২০০৬ (UTC)

নিজের পরিচয় দিন সম্পাদনা

আপনার নিজের পরিচয় আপনার ব্যবহারকারীর পৃষ্ঠায় লিখুন। পৃষ্ঠাটিতে যাবার জন্য এখানে ক্লিক করুন। আপনার নিজের পরিচয় লিখে 'রক্ষা করুন' বাটনে ক্লিক করুন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --বেলায়েত ১৪:৪৮, ১৯ জুন ২০০৬ (UTC)

রাজশাহী সম্পাদনা

রাজু ভাই, আপনি কী এখানে ও ইংরেজি উইকিপিডিয়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিবন্ধগুলোতে ছবি ও তথ্য যোগ করতে পারবেন? ছবি যদি আপনার তোলা হয়, সে ক্ষেত্রে কমন্সে আপলোড করার সময় GFDL লাইসেন্স বেছে নিবেন ও Category হিসাবে Bangladesh দিবেন। এছাড়াও রাজশাহী এলাকা সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ অবদান কামনা করছি।--রাগিব (আলাপ | অবদান) ১৪:৫৭, ১৯ জুন ২০০৬ (UTC)

রাগিব ভাই, আপনার লেখা পেয়ে ভাল লাগল। আসলে আমরা রা.বির একটি ওয়েবসাইট মেইনটেইন করি। তাই এ বিশ্ববিদ্যালয় সম্পকের্ হয়তো তথ্য দিএত পারব তবে রাজশাহী সমর্র্কে কতটুকু পারব বলতে পারছি না। তাছাড়াও এখান থেএক তথ্য বাহির করা কষ্টসাধ্য। দুই বছরেও আমরা আমাদের ওয়েবসাইটে সব তথ্য সংযোজন করতে পারি নাই। আশা করি বুঝবেন। ধন্যবাদ

বাংলাপিডিয়া সম্পাদনা

আমি কি বাংলাপিডিয়া থেকে কনটেন্ট এখানে যুক্ত করে নিচে উংস লিখতে পারি? এতে কি কপিরাইট ভঙ্গ হবে?দয়া করে জানাবেন।


বাংলাপিডিয়ার কপিরাইটের মালিক এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ। আমি তাদেরকে বেশ কয়েকবার ইমেইল করা সত্ত্বেও তারা কোন জবাব দেয় নাই। যেহেতু বাংলাপিডিয়া কপিরাইটেড, তাই সেখান থেকে কিছুই সরাসরি ব্যবহার করা যাবেনা (ছবির ক্ষেত্রে অবশ্য ছবি যদি ১৯৪৬ এর আগে তোলা হয়, তাহলে তা পাবলিক ডোমেইন, ও ব্যবহার করা যাবে)। আপনার যদি কিছু তথ্য নেয়ার ইচ্ছা হয়, তাহলে ভাষান্তর করে, মানে একই কথা নিজের ভাষায় লিখুন। কোন তথ্যকে নিজের ভাষায় পালটে লিখলে কপিরাইটের সমস্যা হবে না। --রাগিব (আলাপ | অবদান) ১৭:০৫, ২৫ জুন ২০০৬ (UTC)