বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা


ব্যাঘ্র প্রকল্পের নিবন্ধ তালিকা থেকে লিখুন সম্পাদনা

সুপ্রিয় Rahitash!
ব্যাঘ্র প্রকল্পে অবদানের চেষ্টার জন্য ধন্যবাদ। আপনি আয়োজকের কাছ থেকে প্রাপ্ত মূল বাংলা তালিকা
র মধ্য থেকে নিবন্ধ লিখুন যা গৃহীত হবে এবং দরকার হলে প্রতিটি ভারতীয় ভাষার উইকিপিডিয়া থাকা উচিত নিবন্ধের তালিকা
টি খেয়াল করে লিখুন। উপরের তালিকা থেকে আপনি নিজের লেখা জমা দেবেন( তৈরী বা সম্প্রসারণ যখন করছেন কমপক্ষে ৯০০০ বাইট ও ৩০০টি শব্দ যোগ করে জমা দেবেন নচেৎ গৃহীত হবে না) অন্যের লেখা দয়া করে জমা দেবেন না।

অসুবিধা হলে জমা করার বা লেখবার পূর্বে যোগাযোগ করুন। অনুগ্রহ করে ১২ মার্চের পূর্বের লেখা উপযুক্ত তালিকা থেকে হলেও ১২ মার্চের পর সম্প্রসারিত হিসাবে জমা দিতে গেলে, পুনরায় কমপক্ষে ৯০০০ বাইট ও ৩০০ শব্দ যোগ করে দেবেন।

  • যে নিবন্ধটি সম্প্রসারনের জন্য নিচ্ছেন পাতাটির ইতিহাস থেকে দেখে নিন যিনি তৈরি করেছেন তিনি ১২ মার্চের পরে লিখে থাকলে জমা করেছেন কিনা।
  • জমা দেবার সময় নিবন্ধের আলাপ পাতায় {{আলাপ পাতা}}
  • নতুন নিবন্ধ হলে {{ব্যাঘ্র প্রকল্প ২০১৮|}} এবং
  • সম্প্রসারিত হলে {{ব্যাঘ্র প্রকল্প ২০১৮|সম্প্রসারিত=হ্যাঁ}} টেমপ্লেট ব্যবহার করুন। আপনার লেখা শুভ হোক।

সুমিতা রায় দত্ত ১৩:৩৪, ১৯ এপ্রিল ২০১৮ (ইউটিসি)