==

শিরোনাম লেখ

সম্পাদনা
==অক্সিজেন ও হাইড্রোজেন  

হাইড্রজেন ও অক্সিজেনপ্রস্তুত প্রণালি তড়িৎ বিশ্লেষণ এর মাধ্যমে ডি সি বিদ্যুৎ , কার্বন দণ্ডও ।প্লাটিনাম এবং জার কাচামাল পানি । From Notifications Rafique Islam shared a post. ftdYmessttecrSdpalynasogs at 12nn:2shgofghca0or eaAdM · Rafique Islamউদ্যক্তা হউন

 · Mtay 6S atgtcf 4:g2a5a pgsSgPoMcnntmshoorehd  · 

পানি হবে ভবিস্যতের অন্যতম জ্বালানি । যদি সে পানি মিষ্টি হয় তবে খুব কম খরচে জ্বালানি তে রুপান্তর করা সম্ভব।যদি সাগরের লবনাক্ত পানি হয় তবে তবে একটু বেশি পরিস্রম হবে। ব্যপার টা খুব ই সোজা তবে এর উন্নতির জন্য গবেষণার প্রয় জোন আছে। পানিতে থাকা দুই অনু হাইড্রোজেন বের করে চিলিন্দার এ ভরে রান্না থেকে আরম্ভ করে রেল গারি মোটর গাড়ি এমন কি বিমান পর্যন্ত চালান সম্ভব।কিভাবে হাইড্রোজেন আলাদা করবেন? একটি প্লাস্টিকের জারে ২০ লিটার পানি নিন ১০০ গ্রাম সালফিউরিক এসি ড দিন এবার দুইটা কারবন দণ্ড একটি কঞ্চির সাথে ঝুলিয়ে দিন এবার কারবন দণ্ডের সাথে ডি সি বিদ্যুৎ সংযোগ দিন একটি তে অক্সিজেন উতপন্ন হবে একটিতে হাইদ্রজেন উৎপন্ন হবে এবার বিশেষ কায়দায় অক্সিজেন বোতল জাত করে হাস্পাতাল গুলোই পাঠান । হাইড্রোজেন বোতল জাত করে জ্বালানি হিসাবে ব্যবহার করুন। হাইদ্রজেন চেনার উপায় গ্যস টি নিজে জলে। অক্সিজেন চেনার উপায় গ্যাস টি অপরকে জ্বলতে সাহায্য করে। ২০ লিটার পানি থেকে ১২ লিটার হাইড্রোজেন আর ৬ লিটার অক্সিজেন পাওয়া যাবে। প্রতি হাসপাতালে অক্সিজেন এই ভাবে তৈরি করতে পারবেন। রাস্তার ধারে ধারে পেট্রোল পাম্পের মতকরে হাইড্রোজেন গ্যাস সি এন জি। / এল এন জির মত করে গাড়ী তে রি ফুয়েলিং করা যায় রান্নার এল পি গ্যাস এর পরিবর্তে এটা ব্যবহার করা যায়। বাংলাদেশ প্রতি বৎসর বিপুল পরিমান জ্বালানী তেল , কয়লা আমদানি করে একটু গবেসনা করে । এটার কারজ কারিতা দেখা যেতে পারে।

জমির উরবরতা ও মানুসের সুস্বাস্থ্য

সম্পাদনা
 বিশ্বের  অধিকাংশ দেশ  খাদ্যে  স্বনির্ভরতা  অরজন করেছে ।  সাথে  সাথে  জমির উরবতা  নষ্ট  করে  ফেলেছে।আজ আলাপ করব  জমির  উর্বরতা  কি?  উরবরতা  হল  জমির  ফসল  উতপাদনের  ক্ষমতা।  যে জমি  যত উর্বর   সেই জমির  ফসল  উতপাদন   ক্ষমতা তত  বেশী ।  আমাদের  দেশের   জমির  উরবরতা    অনেক  বেশি ছিল।  দিরঘ দিন  যাবত  উচ্চ  ফলন  শিল ফসলের  আবাদ  করে  অতিরিক্ত  রাসায়নিক  সার  দেওয়ার  ফলে   জমিতে  থাকা  অনুখাদ্য  গুলি  উঠে এসেছে   ফলে  জমিতে  অতিরিক্ত  রাসায়নিক  সার  দেয়ার   প্রবনতা বেড়েছে    ফলে উৎপাদিত  খাবার  খেয়ে  আমরা  উদর পূর্তি  করছি ।  কিন্তু  খাবারে  যে পরিমান   খনিজ  পদার্থ  থাকার  কথা  সেটা  থাকছেনা  ফলে  আমরা  দিরঘ  মেয়াদী  রোগে  ভুগছি । 

। এবং এই ভাবেই একদিন পর পারে চলে যাচ্ছি। হযরত আ দম আঃ ১০০০ বছরের বেশী বেচেছিলেন সেই সময় কার মানুশ দের গড় আয়ু প্রায় এক ই রকম ছিল। এখন ও পাকিস্তানের হুঞ্জায় এলাকার মানুশদের গড় আয়ু ১৫০ বছর। মানুষের রোগমুক্তও দীর্ঘ আয়ু পেতে হলে দরকার পুরনাঙ্গ খাবার , পর্যাপ্ত অক্সিজেন এই খাবারে কি কি খনিজ থাকা জরুরি ১।নাইতজেন , ২।ফস্ফরাস। পতাসিউয়াম । ক্যলসিয়াম ম্যগ্নেসিয়াম সালফার , দস্তা তামা লোহা ম্যঙ্গানিজ বরন ক্লোরিন মলিবেদনাম এবং পর্যাপ্তও ভিটামিন ও হরমোন এই গুলি যদি খাবারে না থাকে তবে খাবার কে বলব ইন কম নপ্লি ট খাবার । খাবার কে কমপ্লিট করবার দায়িত্ব ফসলের, আর ফসল কে কমপ্লিট করে দেবার দায়িত্ব জমির। কিন্তু এমন অবস্থা দাঁড়িয়েছে গর্ভবতি মাকে ডাক্তার নিরদেশ দিচ্ছেন লাল শাক খাও । মিস্ টি কুম ড় আ খাও কারন এতে আয়রন সহ অনেক খনিজ আছে । কিন্তু জমিতে আয়রন নেই ফসল আয়রন কোথায় পাবে। যারা অল্প বয়সে পুরু স্বত্ব হারিয়ে ফেলেছেন , ডাক্তার বলে দিচ্ছেন পালং শাক খান কারন এতে জিংক ও ম্যগ্নেসিয়াম আছে । পটাশিয়াম হার্টের রোগীদের প্রয়োজন কিন্তু জমিতে পটাশিয়াম নেই ফলে ফসল পর্যাপ্ত খনিজ দিতে পারছে না রোগী ডাক্তার বদলাতে বদলাতে দেবি শেঠই পর্যন্ত চলে যাচ্ছে। তাই তৃতীয়ও বিশ্বের দেশ গুলিকে বলছি আপনাদের ফসলি জমি উর্বর করেন রোগ ব্যাধি সেরে যাবে। == জমির উরব == শিরোনাম লেখ ==রতা ও মানুসের সুস্বাস্থ্য ==

==
==