প্রিয় Pravata, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ



কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bn ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন!আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 



--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৩৩, ১২ মার্চ ২০০৯ (UTC)

আপনার যদি ছবি দরকার লাগে । উইকিপিডিয়া কমনস থেকে নিতে পারেন। http://commons.wikimedia.org/wiki/Category:Chest ।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:৪৭, ১৭ মার্চ ২০০৯ (UTC)


Frankly speaking, the next time you upload a low res image copied off the web and claim as your own, I'll block you. Don't abuse copyright. --রাগিব (আলাপ | অবদান) ০৮:৪৫, ১৭ মার্চ ২০০৯ (UTC)

কৃষ্ণ‎‎ সম্পাদনা

কৃষ্ণ‎‎ সম্পর্কে আপনার লেখা বিশ্বকোষীয় নয় বলে বাতিল করলাম। আপনার লেখার ধরনটি বিশ্বকোষীয় করুন। আমরা এখানে মুখরোচক কোনো নিবন্ধ লিখতে আসিনি আমরা একটা বিশ্বকোষ তৈরীতে এসেছি।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:২৬, ১৮ মার্চ ২০০৯ (UTC)

কৃষ্ণ নিবন্ধের তথাকথিত মুখরোচক অংশটুকু আপনি লেখেননি সেটা আমি জানি, কিন্তু আমি নিবন্ধের পরিস্করণ করার পর আপনি আবার তা ফিরিয়ে এনেছেন। এটা দেখুন। এর অর্থ হয় আপনি ওই তথাকথিত মুখরোচক অংশটু্কু রাখতে চাইছেন। দেখুন ব্যাপারটা যতই মুখরোচক হোক তা পুরান অনুসারে সত্য কিন্তু বিশ্বকোষীয় নয়। আপনি যদি এগুলি লিখতে চান তার জন্য আপনাকে উইকিসংকলন-এ লিখতে হবে। নির্দ্বিধায় সেখানে লিখতে পারেন ( মানে পুরানের অংশগুলিকে)। এটা বিশ্বকোষ সেটা এখানে যায় না। আশা করি আমি বোঝাতে পেরেছি। আপনি আগে উইকিপিডিয়া সম্পর্কে ভালো ভাবে জানুন। কোনো প্রশাসক জাননি মানে আমি আপনাকে তা জানাতে পারবো না এ ধারনা আপনার হলো কি করে। আপনার উপভাষায় লিখিত বার্তাটি শুনতে খুব মিষ্টি লাগে কিন্তু তা সাহিত্য বা উইকিপিডিয়া উপযোগি নয়।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:২৩, ১৯ মার্চ ২০০৯ (UTC)
উইকিপিডিয়ার নিবন্ধ সম্পর্কে যে শুধু প্রশাসকরাই বলবে তা কিন্তু নয়। প্রশাসকরা এখানে বিশেষ কোন প্রজাতি নয়। তারাও অবদানকারী। যে কেউ উইকিপিডিয়ার দেখভাল করতে পারেন। আপনি যে ইতিহাস এ নিবন্ধে যোগ করেছেন তার যথাযথ তথ্যসূত্র বা রেফারেন্স যোগ করুন। আর উইকিপিডিয়া মানেই কোন বিষয়ে সব কিছু লেখা নয়। অগুরুত্বপূর্ণ বিষয়গুলো উইকিপিডিয়ার নিবন্ধে না দেওয়াটাই শ্রেয়। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:২১, ১৯ মার্চ ২০০৯ (UTC)

পরিচয় ও অন্যান্য সম্পাদনা

দয়া করে আপনার ব্যবহারকারী পাতায় আপনার সংক্ষিপ্ত পরিচয় দিন। আর অন্যদের সাথে আলাপ করার সময় ইচ্ছা করে আঞ্চলিক উপভাষা ব্যবহার না করে শুদ্ধ চলিত ভাষা ব্যবহার করুন। ভদ্রতা বজায় রাখুন। --অর্ণব (আলাপ | অবদান) ২০:১৬, ১৮ মার্চ ২০০৯ (UTC)

প্রভাত, উইকিপিডিয়াতে এ পর্যন্ত একটা অলিখিত নিয়ম হল আমরা হয় শুদ্ধ মান্য চলিত বাংলায়, কিংবা যারা বাংলা জানেন না, তাদের সাথে ইংরেজিতে যোগাযোগ করি। শুদ্ধ চলিত ভাষা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সর্বত্র স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় এবং এটা সবাই বুঝতে পারে। সবাই নিজ নিজ উপভাষায় কথা বলা শুরু করলে একে অপরের সাথে যোগাযোগে অত্যন্ত অসুবিধা হবে। উইকিপিডিয়া ইন্টারনেট হাটবাজার বা পাবলিক ফোরাম নয় যে, যে যার খুশিমত কথা বলবে। ব্যবহারকারীদেরকে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য কিছু প্রোটোকল মেনে চলতে হবে যাতে যতটা সম্ভব কম ঝামেলার সাথে নিবন্ধগুলি নিয়ে আলোচনা করা যায়। আপনার যদি সারাক্ষণ উপভাষাতে লেখার ইচ্ছা থাকে, তবে সেটা নিজের ওয়েবসাইটে বা ব্লগে বা অন্য কোথাও করুন। ইন্টারনেটে বহু সাইট আছে যেখানে আপনি বিনামূল্যে আপনার মনের কথা প্রকাশ করতে পারেন। কিন্তু এই বাংলা উইকিপিডিয়াতে যোগাযোগের ক্ষেত্রে মান্য চলিত বাংলা ব্যবহার করার চেষ্টা করুন। নইলে আপনার কথা গুরুত্বের সাথে নেওয়া হবে না। আমাদের এখানে বিভিন্ন উপভাষায় কথা বলা চরিত্রের দরকার নেই, এটা অনলাইন নাট্যশালা না। আশা করি আপনি চলিত ভাষায় লিখে এখানকার উইকিসম্প্রদায়ের সাথে সুসম্পর্ক ও সুন্দর, ঝামেলাহীন যোগাযোগ বজায় রাখবেন। --অর্ণব (আলাপ | অবদান) ১৩:১৯, ১৯ মার্চ ২০০৯ (UTC)

উইকিপদক সম্পাদনা

দয়া করে উইকিপদকের অপব্যবহার করবেন না এবং লক্ষ্য করা যাচ্ছে যে উইকিপিডিয়াতে আপনার কার্যক্রম যথেষ্ট সন্দেহজনক। উইকিপিডিয়ায় ধ্বংসাত্মক কার্যক্রমের জন্য যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আপনার কার্যক্রমের ব্যপারে সতর্ক এবং যত্নবান হওয়ার পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:১৯, ২৮ মার্চ ২০০৯ (UTC)

উইকিপিডিয়ায় অবদান রাখার অধিকার আপনার আছে কিন্তু উইকিপিডিয়াকে অপব্যবহার করার অধিকার কারও নেই।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২৩, ২৯ মার্চ ২০০৯ (UTC)
দয়া করে উইকিপদক নিয়ে কোন ব্যবহারকারীকে বিব্রত করার চেষ্টা করবেন না। বাংলা উইকিপিডিয়াতে এখন পর্যন্ত আপনি এমন কোন গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাই যার জন্য খুশি হয়ে কেঊ আপনাকে পদক প্রদান করবেন। বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত এবং চিন্তাশীল অবদান রাখার চেষ্টা করুন এবং কাজ করে যান। সময় আসলে কারও কাছে পদক চেয়ে বেড়াতে হবে না, এমনিতেই পাবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০২:৩৪, ১৮ এপ্রিল ২০০৯ (UTC)

দয়া করে vandalism বন্ধ করুন। এমন চলতে থাকলে আমরা আপনাকে block করতে বাধ্য হবো। গঠনমূলক কাজ করুন। আপনি যা লিখতে চাইছেন তা উইকিসংকলনে লিখুন। সেখানে সকল পুরান ভরিয়ে দিন। আপনাকে বারবার সেই কথাটা বোঝাতে চাইছি। এটা বিশ্বকোষ। বিশ্বকোষের মর্য্যাদাটা দিন। আপনার লেখাতেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির সমস্যা দেখছি। আপনি যেন বিশ্বকোষ লিখতে আসেন নি, আপনি অন্য কিছু একটা প্রমানের প্রচেষ্ঠাতে ব্যস্ত। আশা করি আপনি উইকিসংকলনে লিখবেন সেখানে আপনাকে আসতে অনুরোধ করছি। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:০৯, ১ এপ্রিল ২০০৯ (UTC)

আপনাকে আবার বলছি আপনি যা লিখতে চাইছেন তা উইকিসংকলনে লিখুন। বিশ্বকোষ লেখার (বিশেষত উইকিপিডিয়ায়) এক বিশেষ ধরণ বা ভঙ্গিমা আছে, সেটাকে আয়ত্ত করার চেষ্টা করুন। আর উইকিপিডিয়া কি নয় জানার চেষ্টা করুন। নিজের কাছে যদি কোনো বিশ্বকোষ থাকে তাতে লেখার ধরণ দেখুন। কৃষ্ণের ইংরেজি নিবন্ধ অনুসরণ করুন তাহলেও বিশ্বকোষ লেখার ধরণটি বুঝতে পারবেন। বেলায়েত ভাইয়ের কথাটা আবার বলছি, উইকিপিডিয়া মানেই কোন বিষয়ে সব কিছু লেখা নয়। অগুরুত্বপূর্ণ বিষয়গুলো উইকিপিডিয়ার নিবন্ধে না দেওয়াটাই শ্রেয়। আশা করি আপনি আগে সকল বিষয়গুলি(উইকিপিডিয়া কি নয়, ধরণ বা ভঙ্গিমা,ইংরেজি নিবন্ধ)‌ ভালো ভাবে পড়ে তারপর লিখবেন।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১১:১১, ১ এপ্রিল ২০০৯ (UTC)
উইকিসংকলনে আপনি ঐ লেখাই যোগ করতে পারবেন যা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত এবং তা কোন অন্য কোন মাধ্যমে প্রকাশিত। এবং কোন পুরাণ উইকিসংকলনে দিতে হলে তা হুবুহু ভাবে দিতে হবে। তাতে আপনার নিজের ভঙ্গিমা বা ধরণ এবং নিজস্ব কোন লেখা থাকবে না।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৪৪, ১ এপ্রিল ২০০৯ (UTC)

বাধা দান সম্পাদনা

আলাপ:প্রিয়ঙ্কা বঢরা‎ পাতা ও অন্যত্র হয়রানিমূলক মন্তব্য ও আচরণের জন্য আপনাকে ১ সপ্তাহের জন্য বাধা দান করা হলো। --রাগিব (আলাপ | অবদান)

রক্ষণাবেক্ষণ টেমপ্লেট অপসারণ সম্পাদনা

দয়া করে ভবিষ্যতে কোন কারণ না দেখিয়ে রক্ষণাবেক্ষণ টেমপ্লেট অপসারণ করবেন না। যেমনটা আপনি হর্ষদ চোপড়া নিবন্ধে করেছেন। এই কাজ উইকিপিডিয়া:ধ্বংসপ্রবণতার মধ্যে পড়ে। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১২:৪৭, ৫ মে ২০০৯ (UTC)

ধন্যবাদ সম্পাদনা

কমরেড প্রভাত, অসংখ্য আপনাকে ধন্যবাদ আমাকে উইকিপিডিয়াতে আমন্ত্রণ জানানোর জন্য এবং সাথে সাথে কমিউনিস্ট পার্টি সদস্যপদ দেওয়ার জন্য। আপনিই আমার নেতা। এখন আমাদের পার্টির প্রথম কর্মসূচি কী কী হবে সেই বিষয়ে আপনার সঙ্গে আমি পরামর্শ করতে চাই। এরপর যখন আমাদের পার্টি আয়তনে বৃদ্ধি পাবে তখন অন্যান্য কমরেডরাও এই বিষয়ে তাঁদের মতামত দেবেন। কমরেড নীলাব্জ দাস (talk) ০৬:৪৯, ১৮ নভেম্বর ২০০৯ (UTC)

উইকিপিডিয়ায় রাজনীতি সম্পাদনা

প্রিয় প্রভাত, উইকিপিডিয়া কোনো রাজনৈতিক সংগঠন নয়, আশা করি এটা আপনার জানা আছে, এবং এটাও ঠিক যে কোনো ব্যবহারকারীর রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু উইকিপিডিয়ার নামের সাথে মিলিয়ে উইকিপিডিয়াতে কোনো রাজনৈতিক সংগঠন করা উইকির জন্য ভালো কিছু আনবে না, এবং সেটা নীতিমালা বিরোধী বলে জানি। এছাড়াও উইকিপিডিয়াতে কোনো দলাদলি নেই, তাই আশা করবো এ ধরনের দলভিত্তিক কথাবার্তা/প্রচারণা চালিয়ে উইকির পরিবেশ প্রতিকূল করবেন না, এবং ব্যবহারকারী পাতাগুলো থেকে এধরনের কথাগুলোও সরিয়ে নেবেন। সেই সাথে উইকিতে আপনাকে আবারো (আপনার এই কর্মকাণ্ডকে নয়) স্বাগতম। — তানভির আলাপ অবদান ০৬:৫০, ১৮ নভেম্বর ২০০৯ (UTC)

উইকিপিডিয়ায় অবদানকারিদের উপর কোনো ধরনের শোষন এবং বঞ্চনা করা হয় না। উইকিপিডিয়া কোনো স্বাধীন চিন্তাভাবনার স্থান নয়। উইকিপিডিয়ায় কিছু আপোসহীন নীতি আছে, তার মধ্যে নিরপেক্ষতা অন্যতম। উইকিপিডিয়া কোনো মতের সমর্থক নয় বা বিরুদ্ধে নয়। আমি আমার কিছু নিজস্ব জায়গায় স্বাধীন চিন্তাভাবনা করি, কিছু বিশ্লেষন করি। আমি ব্যক্তিগত ভাবে যেকোনো ধর্ম, গোষ্ঠি, রাজনৈতিক দর্শন, ইত্যাদি নিরপেক্ষ মানুষ আমি নিজে তাই থাকতে চাই। উইকিপিডিয়া কোনো দাসত্ব নয়, এটা স্বেচ্ছা শ্রম। এখানে কোনো প্রকার দলাদলি করার চেষ্টা থেকে বিরত থাকুন। উইকিপিডিয়ায় আপনার কর্মকান্ড বেশ সন্দেহজনক। এই ধরনের প্রচারণা এখানে চালালে আপনাকে আমরা ব্যান করতে বাধ্য হবো।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:২৪, ১৮ নভেম্বর ২০০৯ (UTC)

প্রভাত, এই রকমের রসিকতা বন্ধ রাখুন। নতুবা দীর্ঘমেয়াদে আপনার ও আপনার বিভিন্ন সকপাপেটগুলোকে ব্লক করে রাখতে বাধ্য হবো। --রাগিব (আলাপ | অবদান) ০৮:১৬, ১৮ নভেম্বর ২০০৯ (UTC)

আপনার জন্য এটি শেষ সতর্ক বার্তা। এর কোনো প্রকার ধ্বংসাত্বক কার্যকলাপ করলে বা এই সংক্রান্ত কোনো আলোচনা করলে আপনাকে ও আপনার অন্যান্য সকপাপেট অ্যাকাঊন্টকে বাধা দেওয়া হবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ১০:১১, ১৮ নভেম্বর ২০০৯ (UTC)

আপনি সত্যিই যদি উইকিপিডিয়ার ভাল চান, তাহলে সবার কাছে এভাবে হাসির পাত্র না হয়ে, আসুন উইকিপিডিয়ার অগ্রগতির জন্য কাজ করি। আমাদের লব্ধ জ্ঞানের কিছু অংশ উইকিপিডিয়ার মাধ্যমে আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই। আর আমরা কখনই চাই না কোনো পাঠক বা ব্যবহারকারীকে ব্লক করতে, কারণ ব্যবহারকারীরাই উইকিপিডিয়ার শক্তি। তাই দয়াকরে এ কাজটি করতে আমাদের বাধ্য করবেন না।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৪০, ১৮ নভেম্বর ২০০৯ (UTC)

ব্লকের অনুরাধ সম্পাদনা

সতর্ক করার পরেও নীতিমালা ভঙ্গ করে (এমন কী একবার ব্যবহারকারী পাতা মুছে দেওয়ার পরেও) প্রভাতদা আবারো তাঁর রাজনীতিমূলক কথাবার্তা চালু রেখেছেন। আমি মনে করি তাঁকে আর সুযোগ না দিয়ে নূন্যতম ছয় মাসের জন্য ব্লক করা হোক। — তানভির আলাপ অবদান ০৭:২৮, ৩০ নভেম্বর ২০০৯ (UTC)

৬ মাসের জন্য ব্লগ করা হলো এবং ইউজার পেইজটি সুরক্ষিত করে দেয়া হলো। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৩০, ৩০ নভেম্বর ২০০৯ (UTC)

হর্ষদ চোপড়া নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য হর্ষদ চোপড়া পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের জন্য বিচারধারার স৪ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ নিবন্ধটি একজন ব্যক্তি অথবা দল বা গোষ্ঠি সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের জন্য বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। --জয়ন্ত (আলাপ - অবদান) ০৩:৪৮, ১৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

সুপ্রিয় Pravata,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় Pravata,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন