বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

ব্যবহারকারী পাতাতে আপনার পরিচয়মূলক কিছু কথা দিন সম্পাদনা

প্রিয় Paula brands, উইকিতে যোগ দেবার জন্য ও অবদান রাখার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে আপনার সংক্ষিপ্ত পরিচিতিমূলক কিছু কথা লিখে ব্যবহারকারী পাতাতে দিন। আপনার সাথে আলাপ পাতায় কথা বলতে তাহলে সুবিধা হবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:১৩, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। আমার অফিসিয়াল নাম পারভীন আক্তার। যৌথ ব্যবসায়ী প্রতিষ্ঠান বৈষ্টমী'র পরিচালক। রাজধানী ঢাকার উত্তরাতে বসবাস করি। বাসা, ৪২, গাউসুল আজম এভিনিউ। আমি লিখতে পছন্দ করি। ছদ্দ নাম পউলা ব্র্যান্ডস।

ধন্যবাদ। আপনার বিস্তারিত ব্যক্তিগত ঠিকানা ও অন্যান্য স্পর্শকাতর তথ্য দেওয়া লাগবে না, বরং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে এগুলি না দেওয়াই ভাল। দরকার হলে মুছে দিতে পারেন। আপনার ইচ্ছা। এই পাতাতে নয়, বরং আপনার ব্যবহারকারী পাতাতে (এখানে ব্যবহারকারী:Paula brands) বাংলা উইকিতে কী নিয়ে কাজ করতে আগ্রহী, এ ব্যাপারে সামান্য লিখতে পারেন, যাতে বাংলা উইকির অন্যান্য ব্যবহারকারীরা উইকির প্রেক্ষাপটেই আপনার সম্বন্ধে কিছু জানতে পারে। এটুকুই। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৪১, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
  • আমি সাধারণ মানের লেখক। গবেষণা করি অপ্রাতিষ্ঠানিক আবহে। আমি চাইছি, দেশের সকল লেখক ও কবিদের বিষয়ে লিখিত ধারাভাষ্যে যেতে। যেগূলো পাতা হয়ে গেছে তা সম্পাদনা করতে। এছাড়া নতুন পাতার সংযোগ ঘটাতে।