বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

এন এ খোকন( নুরুল আমিন খোকন) সম্পাদনা

চিত্র:Https://www.facebook.com/photo.php?fbid=407098106130739&set=a.108262892680930.14365.100004916593166&type=1&theater

(জন্ম: ১৩ অক্টোবর , ১৯৯২ ) বর্তমানে তিনি মাসিক আসা (আলোকিট সাতকানিয়া) এর সম্পাদক ও আরটিএমনিউজ২৪.কম এর নির্বাহী সম্পাদক। তিনি মূলত একজন লেখক ওসাংবাদিক ।


জন্ম ও শিক্ষাজীবন'

নুরুল আমিন খোকন ১৯৯২ সালের ১৩ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া( কাটাখালীকূল)গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আব্দুল হাফেজ এবং মা মমতাজ বেগম'র  দুই পুত্রসন্তানের মধ্যে বড়। প্রাথমিক পড়াশোনা শুরু হয় গ্রামের প্রাইমারি স্কুলে।  ২০০৯ সালে ম্যাট্রিক পাস করেন শেরে বাংলা উচ্চ বিদ্যালয় থেকে। ২০১১ সালেগাছবাড়িঁয়া সরকারি  কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। বর্তমানে তিনি পোর্টসিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে  সাংবাদিকতায় অধ্যায়নরত ।

কর্মজীবন

ছোটবেলা থেকে তিনি কবিতা ও গল্প লিখতেন।২০১২ সালে তিনি সাপ্তাহিক আলোচিত কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। তার কিছু দিন পর ajkersangbad24.com এর চট্টগ্রাম প্রতিনিধি ছিলেন। ২০১৪ সালে তিনি bangladesh online news portal association(BONPA) এর অর্থ সম্পাদক নির্বাচিত হন। ২০১৫ সালে ১লা জুন তিনি আরটিএমনিউজ২৪.কম'র নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন। একি বছর তিনি মাসিক আসা (আলোকিট সাতকানিয়া) নামে সাতকানিয়ার মধ্যে ১ম মাসিক পত্রিকার সম্পদনা করেন। এছাড়া তিনি তারুণ্য'র সাংগঠনিক সম্পাদক ও শেরে বাংলা মেধাবৃত্তি পরীক্ষা-১৪'র পরীক্ষা নিয়ণ্ত্রক ছিলেন

এন এ খোকন( নুরুল আমিন খোকন) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য এন এ খোকন( নুরুল আমিন খোকন) পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের জন্য বিচারধারার স৪ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ নিবন্ধটি একজন ব্যক্তি অথবা দল বা গোষ্ঠি সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের জন্য বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। CAPTAIN RAJU (talk) ২১:৩৮, ১৯ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

জুলাই 2015 সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম, আমি CAPTAIN RAJU। যদিও উইকিপিডিয়া যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি  সাতকানিয়া উপজেলা-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবনতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! CAPTAIN RAJU (talk) ২১:৫০, ১৯ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন