বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৮:০৬, ২৫ মে ২০১৮ (ইউটিসি)

প্রাচীন জৈন্তা রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণ প্রসঙ্গে। সম্পাদনা

প্রায় হাজার বছরের প্রাচীন রাজ্য জৈন্তা রাজ্য। বৃটিশ শাসকরা ভারত উপমহাদেশ দখলের সর্বশেষে খুবই চতুরতার মাধ্যমে ১৮৩৫ খৃস্টাব্দে সর্বশেষ রাজা ইন্দ্রসিং এর প্রাসাদে দাওয়াত খেতে গিয়ে তাকে সুকৌশলে বন্দি করে জৈন্তা রাজ্যের স্বাধীনতা সূর্যকে অস্তমিত করে দখল করে নেয়। ১৯২৭ খৃস্টাব্দে মাস্টার আব্দুল আজিজ রচিত গ্রন্হ "জৈন্তা রাজ্যের ইতিহাস" এবং ২০১৬ খৃস্টাব্দে মোহাম্মদ মোশতাক চৌধুরী রচিত গ্রন্হ "জৈন্তা রাজ্যের ইতিবৃত্ত" থেকে জানা যায়, জৈন্তা একটি অতি প্রাচীন অথচ স্বাধীন ও সমৃদ্ধ রাজ্য ছিল। ইহার আয়তন ৪৮৪ বর্গমাইল এবং লোকসংখ্যা প্রায় দেড় লক্ষ ছিল। বার্ষিক আয় ছিল ৭-লক্ষ টাকার মতো। (চলবে) Mushtak Chowdhury (আলাপ) ১৮:৪৫, ২৫ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন