স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Munir Ibn Farid, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল #wikipedia-bn (ওয়েব ক্লায়েন্ট) ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


তানভিরআলাপ১১:০৭, ৩০ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন

বানান ভুল :) সম্পাদনা

হা হা হা, আপনি যাকে বানান ভুলের জন্য দায়ী করলেন, তিনি আসলে ভুলগুলো করেননি। :) ভুলগুলো ছিল একজন নতুন অবদানকারীর। আপনি স্বাক্ষর দেখলেই তা বুঝতে পারবেন। কারো আলাপ পাতায় আলোচনা করা মানে তাঁর উদ্দেশ্যে আলোচনা করা। আর আপনি আলাপ শেষে আপনার স্বাক্ষর যোগ করতে চারটি টিল্ডা চিহ্ন (~~~~) বসান, কষ্ট করে নাম লেখার দরকার নেই (এজন্য বাংলা কীবোর্ড বন্ধ করার প্রয়োজন হতে পারে)। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:২২, ১১ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

মাক্কী সূরা দ্রুত অপসারণ সম্পাদনা

 
মাক্কী সূরা নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদ বিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষর বিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেনো আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ্য করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যাক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়া অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি নির্বিঘ্নে আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৫০, ১২ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় মুনির, আপনি সম্প্রতি মাক্কী সুরা নিবন্ধে কাজ করছেন এবং সেটাকে বর্ধিত করেছেন, সেটা আশার কথা। কিন্তু নিজের নিবন্ধ থেকে দয়া করে এভাবে ট্যাগ অপসারণ করবেন না, যদিও তা অপসারণের যোগ্য হয়। এটা উইকিপিডিয়ার নিয়মের ব্যতয়। আপনার নিবন্ধের ট্যাগ অপসারণের কাজটি আপনি ভিন্ন অন্য কোনো অবদানকারী করে দিবেন। কথাটি উপরোক্ত নোটিশেও দ্বিতীয় প্যারার শেষে উল্লেখ আছে। আপনার অবদানে উইকিপিডিয়া সমৃদ্ধ হোক -এই কামনা। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২০:৫৮, ১২ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি কাজ করছিলাম এবং বিদ্যুৎ চলে যাওয়ায় সাময়িক বিরতি নিয়েছিলাম। তাই ভেবেছিলাম হয়ত ট্যাগটি সরিয়ে ফেললে নিয়ম লঙ্ঘিত হবে না। এছাড়া আমার কর্তৃক সরানোর বিষয়ে নিষেধাজ্ঞার কথাটিও তখন চোখে পড়েনি। যেহেতু জানা হলো, ভবিষ্যতে আশা করছি এরকমটি হবে না। আমার কাজে সহযোগীতার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। --Munir Ibn Farid (আলাপ) ০৩:৪৯, ১৩ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা পরামর্শ সম্পাদনা

মুনির ভাই, আপনাকে একটা ভিতরের কথা জানিয়ে রাখি: বাংলা উইকিপিডিয়াতে অবদানকারী খুব কম। তাই যার নিবন্ধ, তাকেই সেটাকে পূর্ণতা দিতে হয়। একটা খুব দামি লক্ষ্য আপনাকে দিতে পারি: উইকিপিডিয়ার প্রধান পাতায় আপনার করা কোনো নিবন্ধও স্থান পেতে পারে। সেজন্য আপনার নিবন্ধকে প্রথমে ভালো নিবন্ধে এবং তারপর নির্বাচিত নিবন্ধে উন্নীত করতে হবে। সেজন্য আপনাকে ঐরকম ভালো মানের নিবন্ধ লিখতে হবে সময় করে। তারপর বাকিদের উপর সেটাকে রিভিউ করে প্রথমে ভালো ও পরে নির্বাচিত নিবন্ধে উন্নীত করার কাজটি বর্তাবে। আর আরেকটা কথা, বাংলা উইকিপিডিয়া এখন ছোট ছোট অনেক নিবন্ধের ভারে জর্জরিত, সেগুলোর মানোন্নয়ন হচ্ছে না, কারণ আমাদের অবদানকারী কম, তার উপর সবার আগ্রহ সব বিষয়ে নেই। তাছাড়া উইকিপিডিয়াতে এরকম ছোট ছোট নিবন্ধ যোগ করলে আসলে উইকিপিডিয়ার মর্যাদা বাড়ে না। তাই আপনার কাছে অনুরোধ, একসাথে অনেকগুলো ছোট ছোট নিবন্ধ শুরু না করে, যেই নিবন্ধই শুরু করেন, সেটাকে পূর্ণতা দিয়ে একটা পরিপূর্ণ পর্যায়ে নিয়ে যান। এক-দু কথা মনের ইচ্ছামতো যোগ করে নিবন্ধ তৈরি আর তথ্যসূত্রসমেত একটা নিবন্ধ তৈরির মধ্যে যেমন মানের পার্থক্য আছে, তেমনি মর্যাদারও পার্থক্য আছে। আপনার সহায়তার জন্য গুগলতো আছেই। তথ্যসূত্রসমেত বড় ও ভালো মানের নিবন্ধ তৈরি শুরু করে দিন। উইকিপিডিয়া সমৃদ্ধকরণে এগিয়ে যান...। ভালো থাকুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৭:২৮, ১৩ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

মঈনুল ভাই, গঠনমূলক পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বর্তমান আইডিটি নতুন হলেও আমি ২০০৬ সাল থেকেই এ পরিবেশে কাজ শুরু করেছিলাম। পূর্বে সম্পাদনা করতাম শুধু। কোন নিবন্ধ পড়ার সময় বানান ভুল চোখে পড়লে তা সংশোধন, প্রয়োজনীয় একটি বাক্য আমি জানি কিন্তু সেটি ঐ নিবন্ধে নেই, দিলে ভাল হবে মনে হলে দিতাম ইত্যাদি। আমি মূলতঃ ইংরেজিটাই বেশি পড়তাম। ২০০৮ সালে ইংরেজি উইকিতে ব্যবহারকারী হিসেবে নিবন্ধিত হই। গ্লোবাল আইডি সিস্টেম ছিল না। দুই জায়গায় নিবন্ধন করতেও ইচ্ছে হচ্ছিল না। তখনও বাংলাতে লগইন ছাড়াই কাজ করতাম। তবে নিয়মিত ছিলাম না। মাঝে মাঝে শুধু কোনকিছু পড়ার সময়ই সংশোধনী প্রয়োজন হলে তা করতাম। ২০০৯ সাল থেকে ফেইসবুক অনুবাদে জড়িয়ে পড়ি। তখন থেকে এখানে অনেকদিন কাজ করা হয়নি। সম্প্রতি মনে হলো, ফেইসবুক অনুবাদ করা থেকে উইকিপিডিয়া অনুবাদ বেশি জরুরী। তুলনামূলকভাবে উইকিপিডিয়া থেকে ফেইসবুক অনুবাদকারীর সংখ্যা অনেক বেশি। তাই নতুন উদ্যমে কাজ শুরু করলাম। আমার প্রথম টার্গেট ছিল নির্দিষ্ট দু'একটি বিষয়ের উপর লিখব। কিন্তু লিখতে এসে দেখি অনেক জায়গায় সমস্যা। এক-দু কথা মনের ইচ্ছামতো যোগ করে তৈরিকৃত নিবন্ধের সংখ্যা অনেক। এগুলো দেখলে সাথে সাথেই ঠিক করে দিতে ইচ্ছে করে - কিন্তু ব্যস্ততার কারণে হয়ে উঠে না। তবে কোন নিবন্ধে ছোটখাট বানান সমস্যা চোখে পড়লে তা ঠিক করে দেই যাতে অন্য কেউ এ ভুল বানান দেখে উইকিপিডিয়ার প্রতি নিরুৎসাহিত না হয়। আমার তৈরিকৃত নিবন্ধগুলো এখনো পূর্ণতা দেয়া হয়নি - আসলে এটা একটা সমস্যাই। ব্যস্ততার কারণে একটার পূর্ণতা দেয়ার আগেই আরেকটা সংযোজন প্রয়োজন মনে হওয়াতে শুরু করে দিয়েছি। আমি নিজে থেকেও ভাবছিলাম এভাবে করলে হয়ত সমস্যায় পড়তে পারি। আশা করছি এ সপ্তাহের মধ্যেই পূর্বে তৈরিকৃত নিবন্ধগুলো পূর্ণতা পাবে। আপনার অবগতির জন্য জানাচ্ছি, বাস্তব জীবনে আমি খুবই ব্যস্ত একজন মানুষ। আড্ডা কিংবা রিলাক্সের পরিবর্তে এজাতীয় কাজ করি। উইকিপিডিয়ায় কাজ করার ক্ষেত্রে সবসময়ই আপনাদের সহযোগীতা পাব আশাবাদী। Munir Ibn Farid (আলাপ) ০৯:১২, ১৩ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন