বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১১:১৩, ২২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধর্ম তথ্য সম্পাদনা

  1. মজলিসের_গল্প--

একজন ভাইয়ের জীবনের দৃঢ় বাস্তবতা।

=দায়িত্বশীলঃ রিপোর্ট বইটা একটু দেখান। =কর্মীঃ আনি নাই ভাই।

==দায়িত্বশীলঃ কেন? কোনো সমস্যা? =কর্মীঃ তিন চার মাস ধরে লিখি না।

=দায়িত্বশীলঃ কেন ভাই? শুনেছি প্রোগ্রামগুলোতেও আসছেন না নিয়মিত! =কর্মীঃ হ্যাঁ। (মাথা নিচু করে জবাব)।

=দায়িত্বশীলঃ কোনো পারিবারিক ঝামেলা? =কর্মীঃ আব্বু মারা গিয়েছেন তো তাই। (দায়িত্বশীল নিশ্চুপ)

=দায়িত্বশীলঃ পরিবারে আর কে কে আছে ভাই? =কর্মীঃ আম্মু আর ছোট দুই বোন।

=দায়িত্বশীলঃ সংসার চলছে কীভাবে? =কর্মীঃ আল্লাহ যতটুকু শক্তি দিয়েছেন অতটুকু দিয়ে টিউশনি করি।

=দায়িত্বশীলঃ কত ইনকাম হয়? বাসা ভাড়া, খাওয়া দাওয়া কীভাবে হয়? বোনদের পড়ালেখার খরচ কীভাবে সামলান? =কর্মীঃ আল্লাহর সাহায্যে সামলে নেইই।

=দায়িত্বশীলঃ আজ দুপুরে কী দিয়ে ভাত খেয়েছেন ? =কর্মীঃ ডাল আর করলা ভাজি! (দায়িত্বশীলের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে।)

কর্মী ভাইটিকে বুকে জড়িয়ে ধরেছেন তিনি । কর্মী ভাইটিও দায়িত্বশীলকে জড়িয়ে ধরে কাঁদছেন।

দায়িত্বশীল-কর্মীর এমন সম্পর্ক বাংলাদেশের অন্য কোন সংগঠনে আছে কি না আমার জানা নেই। কারণ এমন সম্পর্ক তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এভাবেই মজলিস এগিয়ে চলেছে, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-কান্না নিয়েই এগিয়ে চলেছে, ইসলামী বিপ্লবের পথে এগিয়ে চলেছে। জেলা থেকে জেলায়, থানা থেকে থানায় মজলিস ছড়িয়ে পড়ছে, সেদিন আর খুব বেশী দূরে নয় যেদিন বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন মজলিসের পক্ষে কথা বলবে। কারণ মজলিস হচ্ছে এই বাংলাদেশে কিশোর-যুবক-তরুনদের জন্য আল্লাহর অশেষ রহমত। আল্লাহ্ মজলিসের ইসলামী আন্দোলনকে কবুল করুন। আমিন। Mh sowrov (আলাপ) ১৬:৪১, ২৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন