বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ২০:৩৯, ১৩ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

মাসুদ পারভেজ খান ইমরান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

মাসুদ পারভেজ খান ইমরান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাসুদ পারভেজ খান ইমরান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ নোমান (আলাপঅবদান) ০৮:০৫, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নির্দিষ্ট কোন কোন বিবেচনায় এই নিবন্ধ কে অপসারণ যোগ্য মনে হয়েছে? সে ক্ষেত্রে অপসারণ না করে পরামর্শ দিলে নিবন্ধ টি উন্নত করতে ব্যবস্থা নিতে পারি। Mehedi.5u (আলাপ) ০৮:১৯, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi.5u;উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাসুদ পারভেজ খান ইমরান এই লিঙ্কে যান ≈ ফারহান  «আলাপ» ০৮:২২, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
এই নিবন্ধ উইকিপিডিয়ার নিয়ম মেনেই করেছি, তবু্ও কোথাও নির্দিষ্ট কোন লঙ্গন হলে জানাতে পারেন। Mehedi.5u (আলাপ) ১১:০৯, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আফজল খান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আফজল খান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আফজল খান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — আদিভাইআলাপ১২:১২, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017 আলোচ্য নিবন্ধ টি প্রস্তুত করণে উইকিপিডিয়ার কোন নীতিমালা লঙ্ঘিত হয়েছে, তা জানালে বাধিত হবো। Mehedi.5u (আলাপ) ১২:২৩, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আফজল খান পাতায় এই সংক্রান্ত আলোচনা দেখতে পাবেন। আপনার নিবন্ধটির পক্ষে যুক্তি থাকলে অনুগ্রহ করে সেখানে বলুন। ধন্যবাদ। — আদিভাইআলাপ০৪:০০, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক সম্পাদনা

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, পবিত্র ইদ-উল-আযহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনার এবারের ইদ কাটুক আনন্দে, সে আশাই ব্যক্ত করছি। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা ৩টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় ৭৪টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৪:৫১, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন