বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

== "জীবন ও বৃক্ষ" মোতাহার হোসেন চোধুরী ==

"যার বৃদ্ধি আছে,গতি আছে,বিকাশ আছে,ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের জন্য প্রস্ত্তত হওয়া যার কাজ" লাইনটি পড়ে অবশ্য কিছুটা আঁচ করতে পারছেন বৃক্ষের কথা । ঠিক বৃক্ষের আদর্শ ফুটে উঠেছে এই প্রবন্ধে, বৃক্ষের কাজ শুধু যে রস সংগ্রহ করে নিজেকে তৃপ্ত করা  আসলে তা নয় এত সব আয়োজন পরার্থে বিলিয়ে দেবার প্রস্তুতি,সত্যিই তো তাই, সকল আয়োজনই তার  অপরের কল্যাণ সাধনের নিমিত্তে ,মানুষের সাদৃশ্য এমনটি হওয়া উচিত্‍ কিন্তু লেখক অপর একজন তপোবন প্রেমিকের (রবীন্দ্রনাথ)  উপস্হাপিত জিনিসের তুলনা দিয়েছেন তা নদীর গতি , এই তপোবন প্রেমিক হয়ত এর মধ্যেই মানুষের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। তাই লেখক তপোবন প্রেমিকের সর্মথনে নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। তবে বৃক্ষ সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত। মানব জীবনে এই গুণটি বয়ে আনবে সম্প্রীতির বন্ধন। 
  1. সংযোজন ও বর্ণ বিন্যাসঃ মোঃ রাকিবুল হাসান রাসেল