ফিরেদেখা == ‘ফিরেদেখা” একটি সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক সংগঠন। প্রতিষ্ঠাতা মূল উদ্যোগক্তা মাসুদ রানা সাকিল। সংগঠনটির যাত্র শুরু হয় বাংলাদেশের রংপুর জেলা থেকে। সংগঠনের প্রতিষ্ঠাকাল ২০ অক্টোবর ২০১৩ খ্রিষ্টাব্দ। এই সংগঠন সাহিত্য-সংস্কৃতি চর্চায় নানন কর্মকাণ্ডসহ সমাজের অধিকার বঞ্চিত (বিশেষ করে শিশুদের) নিয়ে কাজ করে। নিজস্ব তহবীল হতে পরিবেশেরে বিপর্যায় ঠেকাতেও কাজ করছে।

  • যাদের ভূমিকায় সংগঠনটি এগিয়ে চলেছে-

১। মাসুদ রানা সাকিল ২। কবি ও সাংবাদিক বাদল রহমান ৩। কবি তাসমিন আফরোজ ৪। মো. শহীদুর রহমান ৫। গাওছুল আজম ৬। কবি মাসুদ আহমেদ রিপন ৭। কমল হাসান ৮। শারমিন আক্তার ৯। মোর্শেদা বেগম প্রমুখ


উপদেষ্টা হিসেবে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন

  • লেখক রেজাউল করিম মুকুল
  • প্রফেসর মোহাম্মদ শাহ আলম
  • সাবেক যুগ্ম সচিব সুশান্ত চন্দ্র খান
  • প্রফেসর আতাহার আলী খান
  • বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম
  • সাংবাদিক ও লেখক আফতাব হোসেন