সারের কার্যকারিতা বৃদ্ধির উপায় : • ফসলের প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে সার প্রয়োগ । • সঠিক পদ্ধতিতে সুষম মাত্রায় সার প্রয়োগ। • সার মাটিতে প্রয়োগ করে চাষ দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিলে গাছ দ্রুত সার গ্ৰহণ করতে পারে। • চারা অল্প গভীরে রোপন করলে সার সহজে গ্ৰহণ করতে পারে । • শুকনা মাটিতে সার দেওয়া যাবে না । • বৃষ্টির আগে ও পরে সার দেওয়া যাবে না । • সমান দূরত্বে যদি চারা লাগানো যায় তাহলে, সারের কার্যকারিতা বাড়ে এবং সারের অপচয় কম হয় ।

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম

সম্পাদনা

ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:১১, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন