বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ শাহরিয়ার সাহেব (আলাপ) ১০:৩১, ৩১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী নিবন্ধ টি উপযুক্ত নয় এবং অপসারণ নীতিমালা অনুযায়ী অপসারণ যোগ্য। এখানে আমার উদ্দেশ্য এমন একটি প্রতিষ্ঠানের তথ্য উইকিপিডিয়ায় যোগ করা এবং তথ্য প্রদান করা। এখানে কপিরাইটের বিষয়টি আমি সর্বদা অগ্রাহ্য করি কারণ নিবন্ধ প্রকাশের সাথে সাথে কেউ না কেউ সেটাকে আপডেট করে উইকিপিডিয়ার উপযোগী করে তোলে।~MD. MONIRUZZAMAN AMIEB MD. MONIRUZZAMAN AMIEB (আলাপ) ১১:৫৪, ৩১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের জন্য বিচারধারার স১ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ এই পাতাটিতে পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। —শাকিল হোসেন আলাপ ১২:৪১, ৩১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমি সাধারণত তথ্য প্রদান করে থাকি কোন না কোন ইউজার সেটাকে আপডেট করে উইকিপিডিয়ায় ব্যবহার উপযুক্ত করে তোলে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মত একটা প্রতিষ্ঠানের তথ্য উইকিপিডিয়ায় থাকবে না এটা দুঃখজনক। যাইহোক আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত। MD. MONIRUZZAMAN AMIEB (আলাপ) ১৪:২৪, ৩১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জুলাই 2021 সম্পাদনা

  Please stop making test edits to Wikipedia, as you did to যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১. It is considered vandalism, which, under Wikipedia policy, can lead to a loss of editing privileges. If you would like to experiment again, please use the sandbox. মাসুম-আল-হাসান (আলাপ) ১৫:৫৯, ৩১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন