বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

খুশির টেলায়,ভাল্লাগে, ঘুরতে? সম্পাদনা

বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এখানে নানান দল,নানান মতের মানুষের বসবাস। স্বাধীনতার ৪৮ বছর পাড় হয়ে গেছে কিন্তু সমাজ ব্যবস্তার তেমন একটা পরিবর্তন হয় নি। বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হলেও সামগ্রিক উন্নয়ন হতে অনেকটা পথ পাড়ি দিতে হবে।বর্তমান সমাজে মানুষ নিজের পড়াশোনার বই যত টানা পড়ে তার ছেয়ে ফেইসবুক বেশি পড়ে।এই বইয়ে কখনো কখনো নতুন জিনিস ভাইরাল হয়।তারই মত নির্বাচন কেন্দ্রিক একটা বিষয় ভাইরাল। ভোট কেন্দ্রে ভোট দেওয়া নাগরিক রাজনৈতিক অধিকার সেই অধিকার কেউ কেউ খুশির টেলায় প্রদান করছেন,কারো ভোট দিতে ভালো লাগে,কেউ আবার ঘুরতে আসেন। Junaed Ahmed Zuned (আলাপ) ০১:৩৬, ২০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন