প্রিয় Joy.dtech, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ



কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bn ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন!আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 



--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:০১, ২৯ জুলাই ২০০৮ (UTC)

ইন্টার-উইকি লিঙ্ক সংযোজন ও বিশ্বকোষীয় প্যাটার্ন সম্পাদনা

আপনার সম্পাদিত কুমুদিনী হাজং নিবন্ধটিতে কোনো ইন্টার উইকি লিঙ্ক সংযোজিত নেই। দয়া করে ইন্টার-উইকি লিঙ্ক দিয়ে দিন। ইন্টার-উইকি লিঙ্ক হচ্ছে ঐ পাতা থেকে বাংলা উইকির বিভিন্ন পাতায় যাওয়ার লিঙ্ক। যেমন বাংলাদেশ, রিক্সা প্রভৃতি। লিঙ্ক দেবার জন্য [[বাংলাদেশ]], [[রিক্সা]] এভাবে লিখুন। মূল লিঙ্ক নির্দেশিত করতে [[বাংলাদেশ|বাংলাদেশী]] এভাবে লিখুন, তাহলে লিঙ্ক হবে বাংলাদেশ। আর পারলে কোনো তথ্যসূত্র যোগ করুন। আরো কোনো সমস্যা বা জানতে আমার আলাপ পাতায় লিখে জানান। আর আপনার লেখা বিশ্বকোষীয় ধাঁচে হয়নি, বরং ভ্রমণকাহিনী/প্রতিবেদনের মতো হয়েছে, দয়া করে বিশ্বকোষীয় ধাঁচে লিখুন। কপিরাইটের ব্যপারে সতর্ক থাকুন। কোনো বই যার স্বত্ত্ব মুক্ত নয়, সেখান থেকে কাট-পেস্ট করে লেখা যুক্ত করবেন না। আমি কয়েকটি লিঙ্ক দিয়ে দিলাম আর সংশোধন করে দিলাম--তানভির (আলাপ | অবদান) ১২:৫৪, ২৯ আগস্ট ২০০৯ (UTC)

কপিরাইটকৃত লেখা না দেওয়ার অনুরোধ সম্পাদনা

আপনি শাহ আবদুল করিম নিবন্ধে বার বার কপিরাইটকৃত এবং অন্য সাইট থেকে কপি করে লখা যোগ করছেন। কপিরাইটকৃত লেখা উইকিপিডিয়ায় যোগ করা যাবে না।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৪৭, ১২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

যে ব্লগে এ লেখা পোষ্ট করেছেন সেখানে এ লেখাগুলো কপিরাইট মুক্ত বা আপনারা কপিরাইট ত্যাগ করছেন এমন কোনো বার্তা উল্লেখ নাই। দয়াকরে আগে তা যোগ করুন তারপর উইকিপিডিয়াতে যোগ করুন। আরও একটি অনুরোধ, লেখাটি হুবুহু কপি পেষ্ট না করে, একটু অন্যভাবে উইকিপিডিয়ার মত করে লিখে উইকিপিডিয়াতে পোষ্ট করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৪১, ১২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

খান বাহাদুর কবির উদ্দিন খান সম্পাদনা

নিবন্ধের এখনকার অবস্থা দেখে ওনার গুরুত্ব বোঝা যাচ্ছে না। এ বিষয়ে আরও তথ্য যোগ করুন। ওনার অবদান সম্পর্কে তথ্য আরও বেশি যোগ করুন। এবং অবশ্যই তথ্যসূত্র বা রেফারেন্স সহ যোগ করবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫৫, ১২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)


আবদুল্লাহ আবু সায়ীদ সম্পাদনা

এই নামে ইতোমধ্যে নিবন্ধ আছে। আব্দুল্লাহ আবু সায়্যীদ নামে নতুন শুরু নিবন্ধ বাতিল যোগ্য। Faizul Latif Chowdhury (talk) ০২:১৭, ৭ অক্টোবর ২০০৯ (UTC)

নতুনটি পুরোনোটিতে পুর্ননির্দেশ করা হয়েছে।--তানভির (আলাপ | অবদান) ০২:৫৫, ৭ অক্টোবর ২০০৯ (UTC)

উইকিপিডিয়াতে কোনো ছবি ব্যবহার করতে হলে তা অবশ্যই কপিরাইট মুক্ত বা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় থাকতে হবে। ইন্টানেটে অন্য সাইটের বা অন্য কোনো কপিরাইট কৃত ছবি আপনি উইকিপিডিয়ায় ব্যবহার করতে পারবেন না। তাই উইকিপিডিয়ায় ছবি ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে ছবির কপিরাইট সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ২০:০১, ৮ অক্টোবর ২০০৯ (UTC)

চিত্র আপলোড সম্পর্কিত কিছু পরামর্শ সম্পাদনা

উইকিপিডিয়াতে চিত্র আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। এই বার্তাটি কেবলমাত্র আপনার জন্য সাহায্য ও নীতিবার্তা। সাবধানতার সাথে ছবি বা চিত্র আপলোড করুন।চিত্র বা কোনো মিডিয়া আপলোড করার আগে এটা নিশ্চিত হয়ে নিন যে আপনি উইকিপিডিয়া ছবি ব্যবহারের নীতি ভালো করে পাঠ করেছেন ও সেগুলিকে অনুসরণ করছেন। দয়া করে জেনে রাখুন আপনি যে চিত্র বা মিডিয়াকে ইন্টারনেটে পাবেন তার সত্ব সংরক্ষিত বা কপিরাইট যুক্ত এবং তা উইকিপিডিয়ায় আপলোড করার উপযুক্ত নয়। তাই কপিরাইট সংরক্ষিত ছবি বা ওয়েবসাইট থেকে প্রাপ্ত কপিরাইটকৃত ছবি আপলোড করা থেকে বিরত থাকুন। আপনি যে চিত্র বা মিডিয়া আপলোড করতে চাইছেন তা কি মুক্ত (Free)? ( যা আপনার ক্যামেরায় তোলা ও উইকিপিডিয়াতে মুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন বা ১০০ বছর আগের ছবি।) তবে দয়া করে উইকিমিডিয়া কমনসে অ্যাকাউন্ট তৈরী করে অথবা লগইন করে চিত্রটিকে সেখানে আপলোড করার চেষ্টা করুন।

{{Information
|Description=
|Source=
|Date=
|Author=
|Permission=
|other_versions=
}}

উইকিপিডিয়াতে চিত্র আপলোড অবশ্যই উৎস ও সারাংশ এবং কপিরাইট ট্যাগ ড্রপ-ডাউন মেনু থেকে উল্লেখ করতে হবে। যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। সেইগুলিকে যথাযত ঠিক করুন। সারাংশ বর্ণনা দেবার জন্য আপনাকে পাশের সারাংশ ফর্মটি কপি পেষ্ট করতে হবে আপলোডের সারাংশে। উইকিপিডিয়াতে বিভিন্ন প্রকারের সারাংশ ফর্ম আছে। এইটি একটি আদর্শ সারাংশ ফর্ম। আপনি ফাইল আপলোড করার সময় ব্যবহার করার চেষ্টা করুন যেখানে...

  • Description আপনার ফাইলের যতোটা সম্ভব বিস্তারিত বর্ণনা দিন
  • Source উৎস হিসাবে ওয়েবলিঙ্ক দিন অথবা আপনার নিজের কাজ হলে লিখুন "নিজস্ব কাজ"
  • Date এই কাজে তৈরী অথবা প্রকাশের তারিখ দিন
  • Author এর প্রনেতার নাম দিন

উৎস-বিহীন ও কপিরাইট ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে (দ্রুত অপসারণ নীতিমালা মতে)। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে আরও কোন প্রশ্ন থাকে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় বা আমার আলাপ পাতায় জানান। আপনাকে আবার ধন্যবাদ।

--জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:১৮, ১৬ অক্টোবর ২০০৯ (UTC)

সাইফুল্লাহ মাহমুদ দুলাল সম্পাদনা

আপনি দয়া করে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা এবং উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) নিবন্ধ দুটি পড়ে টাচস্টোন দিয়ে যাচাই করে দেখুন জনাব সাইফুল্লাহ "উল্লেখযোগ্য" কিনা, যদি তিনি তা হোন, তবে আপনাকে উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস দিয়ে প্রমাণ দিতে হবে। আপনি যদি তা করতে ব্যর্থ হোন, তবে আপনি যতবারই নিজের মন থেকে, স্বীয় অভিজ্ঞতা থেকে নিবন্ধ লিখবেন, ততবারই তা মোছা হবে। অনুগ্রহ করে স্মরণ রাখুন, আমি বললাম বলে জনাব ক মার্কিন প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন। তাই নিরপেক্ষতার স্বার্থে এখানে তথ্যসূত্রের ভিত্তিতে তথ্য প্রতিষ্ঠিত হয়। এবং এটা একটা মুক্ত প্লাটফরম বলে স্বেচ্ছাচারিতার জায়গা নয় কিন্তু। একজন প্রশাসক এইসব নিয়ম মেনে মুছে থাকেন, কিন্তু একজন অবদানকারীর দায়িত্ব তারও আগে, তাঁর উচিত এসব নিয়ম মেনে নিবন্ধ তৈরি করে তা টিকিয়ে রাখার চেষ্টা করা। অনির্দিষ্টকাল ধরে উইকিপিডিয়ার দৃষ্টিতে গিবারিশ নিবন্ধ উইকিপিডিয়ার শ্রীবৃদ্ধি করেনা। সবাই এখানে একটা নিয়মের বাঁধনে বাঁধা। আশা করি আপনি বুঝতে পারবেন, এবং আমরা সব উইকিপিডিয়ানরাই আপনার থেকে আরো সুন্দর এবং উল্লেখযোগ্য বিষয়ে সম্পাদনা দেখতে পাবো। আপনাকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৩৬, ৩ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন