বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

হিন্দু মন্দিরের স্থাপত্য

সম্পাদনা

সুপ্রিয় Jit, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় নাম লেখানো এবং নিবন্ধ মান্নোনয়ের আগ্ৰহ প্রকাশ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার নির্বাচিত নিবন্ধ হিন্দু মন্দিরের স্থাপত্য নিয়ে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, আরেকজন সম্পাদক নিবন্ধটি মান্নোনয়ন করার জন্য নাম লিখিয়েছিলেন এবং অফ-উইকি মাধ্যমে অনুবাদও শুরু করেছেন। তিনি যেহেতু অন-উইকিতে কোন সম্পাদনা করেননি সেক্ষেত্রে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী নিবন্ধটি উন্মুক্ত করে দেওয়া হয় এবং পরবর্তীতে আপনি সেটায় নাম লিখেন। তিনি নিবন্ধটি নিয়ে কাজ করেছেন এবং সে অনুযায়ী আয়োজক দলের কাছে অনুরোধ করেছেন বিষয়টির কোন সমাধান করা যায় কিনা, যদিও আয়োজক দল নিজে থেকে এখানে কিছু করতে পারবে না। আপনি যেহেতু কাজ এখনও শুরু করেননি (অন-উইকি) সেক্ষেত্রে আমি আয়োজক দলের হয়ে আপনাকে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করছি, এবং সম্ভব হলে নিবন্ধটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। শুভকামনা সহ —শাকিল (আলাপ · অবদান) ১৮:২০, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটি তিলোত্তমা রায়কে অনুবাদের জন্য দেওয়া হয়েছে, আপনাকে অন্য কোন নিবন্ধ নিয়ে কাজ করার অনুরোধ করছি। শুভকামনা সহ, —শাকিল (আলাপ · অবদান) ১৯:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন