বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

এপ্রিল 2022 সম্পাদনা

  স্বাগতম, আমি BiolysisBiologist। সম্প্রতি আপনি জিয়াউর রহমান, নিবন্ধটি সম্পাদনা করেছেন, কিন্তু সেখানে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। আপাতত আপনার সংযোজিত তথ্যগুলো অপসারণ করা হয়েছে, তবে আপনি অবশ্যই নির্ভরযোগ্য উৎসের তথ্যসূত্র উল্লেখ করে আপনার সংযোজিত তথ্যগুলো পুনরায় সংযোজন করতে পারবেন। আপনি যদি মনে করেন এখানে আমার কোনো ভুল হচ্ছে, অথবা এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ BiolysisBiologist (আলাপ) ০১:০২, ২৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

  Welcome to Wikipedia. I have noticed that some of your recent genre changes, such as the one you made to জিয়াউর রহমান, have conflicted with our neutral point of view and verifiability policies. While we invite all users to contribute constructively to Wikipedia, we urge all editors to provide reliable sources for edits made. When others disagree, we recommend you to seek consensus for certain edits. Thank you. —শাকিল (আলাপ · অবদান) ১২:২৫, ২৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে তথ্যবিভ্রাট। সম্পাদনা

স্বাধীনতার ঘোষণাবিষয়ে উইকিপিডিয়াতে এতো বড়ো বিভ্রান্তি থাকা সঙ্গত নয়। জিয়াউর রহমান যদি বিবৃতি পাঠ করে থাকেন, তবে সেটি কার বিবৃতি ছিল - সেটা উল্লেখিত থাকা আবশ্যক। অন্য কারো লিখিত বিবৃতি পাঠের সময় "আমি মেজর জিয়া" শব্দ তিনটি কি ওই পাঠের অংশ? পাঠক কখনো নিজের নামে কথা বলে না, যা লিখিত থাকে, তা-ই পড়ে যায়। সাধারণ বোধবুদ্ধি প্রয়োগ করলেই তো সত্য বেরিয়ে আসে। উইকিপিডিয়ার বক্তব্য আওয়ামীলীগের কিছু নির্বোধ নেতাকর্মীর মতো হবে কেন? জিয়া ২৭ মার্চ সকালে নিজের নামে এবং বিকালে চট্টগ্রামের কয়েকজন রাজনীতিকের পরামর্শে শেখ মুজিবের নামে (আমাদের মহান নেতা উল্লেখ করে) স্বাধীনতার ঘোষণা দেন। নিবন্ধের লেখক আওয়ামীলীগার হওয়াতেই এমন অসঙ্গতি ঘটেছে বলে মনে করছি। উইকিপিডিয়া এমন অযৌক্তিক তথ্য অনুমোদন করলো কী করে -- তা-ই ভাবছি। Islam Nurul (আলাপ) ১৩:৩২, ২৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন