বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

জুন 2020

সম্পাদনা

  হ্যালো, আমি Wikitanvir। উইকিপিডিয়া আপনার-আমার মত যে কেউ লিখতে পারে, ভিন্ন ভিন্ন লোক দ্বারা লিখিত হয় বলে তাদের মতামতও ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু আমরা যথাসাধ্য চেষ্ঠা করি যে কোন নিবন্ধে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখার। আপনার মুহাম্মাদ পাতায় সাম্প্রতিক সম্পাদনা আমার কাছে নিরপেক্ষ মনে হয়নি বলে, আমি তা বাতিল করেছি। আপনি যদি মনে করেন আমি ভুল করেছি, অথবা আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনি আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ। অনুগ্রহ করে লক্ষ্য করুন, উইকিপিডিয়ায় নিরপেক্ষতার স্বার্থে নিবন্ধে সম্বোধনের সময় সম্মানসূচক পদবী ব্যবহৃত হয় না। তাই সা. / সাঃ / র. / রহ. / রহঃ / আ. / আঃ, ইত্যাদি ধরনের পদবী নামের শেষে যোগ করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ।তানভির০৭:৪৬, ১৯ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

জানানোর জন্য ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগে আরেকটা আরেকটা সংশোধন করেছি, ওটাও অনুগ্রহ পূর্বক বাতিল করে দেবেন। তবে এখন একটা করতে যাচ্ছি, ওটা দয়া করে করবেন না, Constantinople কে এখন Istanbul বলা হয়। Ishtiak Mortuza (আলাপ) ০৭:৫৪, ১৯ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। — তানভির০৯:৩৫, ১৯ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন