বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদনা

শুভ নববর্ষ এবং নবদশক!

সুধী, মুহম্মদ শহীদুল্লাহ পাতায় আপনার সম্পাদনা এবং উইকিপিডিয়ায় অবদান রাখা সদিচ্ছাকে আমরা স্বাগত জানাই। আমি লক্ষ্য করলাম, আপনি নতুন হিসেবে তথ্যসূত্র যোগ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। নিবন্ধে তথ্যসূত্র যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:

  1. <ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=|ইউআরএল=|প্রকাশক=|তারিখ=|সংগ্রহের-তারিখ=}}</ref> কোডটি ব্যবহার করে উদ্ধৃতি দিতে পারেন। এখানে,
    1. শিরোনাম=সংবাদের শিরোনাম
    2. ইউআরএল=https://www.abc.com এরকম লিংক, যেখানে সংবাদটি উপলব্ধ
    3. প্রকাশক=সংবাদপত্রের নাম
    4. তারিখ=সংবাদটি প্রকাশের তারিখ
    5. সংগ্রহের-তারিখ=নিবন্ধে তথ্যসূত্র যোগের তারিখ
  2. একই সূত্র একই নিবন্ধে একাধিকবার ব্যবহারের ক্ষেত্রে,
    1. প্রথমবার <ref name="ক">{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=|ইউআরএল=|প্রকাশক=|তারিখ=|সংগ্রহের-তারিখ=}}</ref> ব্যবহার করুন।
    2. এরপর <ref name="ক"/> ব্যবহার করে সেই সূত্রটি যতবার খুশি ব্যবহার করতে পারেন।

মুহম্মদ শহীদুল্লাহ নিবন্ধে তথ্যসূত্র যোগের জন্য আমার কৃত সম্পাদনাটি থেকে বিষয়টি আরও সহজে বুঝতে পারবেন। {{সংবাদ উদ্ধৃতি}} - এখান থেকে সকল পরামিতির মান সম্পর্কে ধারণা পাবেন।

উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য উইকিপিডিয়ায় মান্য রচনাশৈলী অনুসরণ করাও গুরুত্বপূর্ণ। যেকারণে “অসাধারণ”, “চমৎকার” ইত্যাদি শব্দ মুছে দেওয়া হয়েছে।

এছাড়া যেকোন প্রয়োজন, এমনকি ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রয়োজনেও, আমার আলাপ পাতায় বার্তা রাখুন। আমি সাধ্যমতো আপনাকে সহায়তা করে যাবো।

পরিশেষে, সাহসী হয়ে উইকিপিডিয়ায় সম্পাদনা অব্যাহত অব্যাহত রেখে যান। আমাদের সকলের সম্মিলিত প্রয়াস বাংলা ভাষায় বিশ্বের সর্ববৃহৎ বিশ্বকোষকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। আপনার সম্পাদনা শুভ হোক।  Meghmollar2017আলাপ০৮:৫১, ১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ Iamtasin (আলাপ) ০৮:০৪, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন