স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Humanist bd, উইকিপিডিয়াতে আপনাকে       স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:



কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে দয়া করে গুগুলের মাধ্যমে অনুসন্ধান করুন
  • কোনো নতুন নিবন্ধ শুরু করার আগে দয়া করে উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ পড়ুন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


তানভির আলাপ অবদান ১৭:২৮, ৪ মার্চ ২০১০ (UTC)

কিছু সমস্যা সম্পাদনা

রেফারেন্স নিয়ে কিছু সমস্যা আছে। যেমন, ইংরেজি উইকির ভুক্তিকে রেফারেন্স ধরা চলবে না। বরং সেই ভুক্তিতে যে রেফারেন্স ব্যবহার করা হয়েছে, সেটা এখানে নিয়ে আসুন।

আর সমস্যা হলো -- এই বিষয়ে এখানে ও ইংরেজি উইকিতে রেফারেন্স টানলে বই (পাতা নং সহ) রেফারেন্স দেবেন। ব্লগে প্রকাশিত লেখাকে ইংরেজি বা বাংলা বা অন্য কোনো ভাষার উইকিতেই রেফারেন্স হিসাবে দেয়া যায় না। কাজেই ব্লগের রেফারেন্স দেবেন না। সরাসরি মূল বইয়ের রেফারেন্স দিন। আপনার বইতে যেখান থেকে তথ্য নিয়েছেন, সেটার রেফারেন্স দিন। স্টোনওয়াল দাঙ্গার উপরে বাংলা বইয়ের বদলে ইংরেজি মূল তথ্য সূত্র থেকে রেফারেন্স দিন। আশা করি রেফারেন্সের সমস্যাগুলো বোঝাতে পারলাম। প্রশ্ন থাকলে জানাবেন। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৫৩, ৫ মার্চ ২০১০ (UTC)

ধন্যবাদ রাগিব ভাই। আমি একটু অপ্রকাশ্য থেকেই কাজ করতে চাই। আসলে এর পেছনে তেমন কোন কারণ নেই, কাজ করাটাই লক্ষ্য, আমার পরিচয় নয়। আর তা ছাড়া কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে ভুক্তি সংযুক্ত করছি বিধায় Humanist_bd নামেই ভুক্তি অন্তর্ভুক্ত করছি। ধীরে ধীরে সামনে আসব বলে আশা রাখছি। আমার ভুক্তিতে কোন ভুল চুক হলে এভাবেই ধরিয়ে দেবেন প্লিজ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনাকে এবং তানভিরকে ধন্যবাদ জানাচ্ছি। --Humanist bd

সূত্র উল্লেখ প্রসঙ্গে সম্পাদনা

বইয়ের সূত্র দেবার ক্ষেত্রে {{Cite book}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন অথবা এই রেফারেন্স জেনারেটর টুলটি। সূত্রগুলো তাহলে নিয়মতান্ত্রিকভাবে থাকবে। আর বইয়ের রেফারেন্স দেবার ক্ষেত্রে ব্লগের লিংক দেবারও প্রয়োজন নেই। রেফারেন্স সচারচর দাড়ি চিহ্ন দেবার পরে দিন (যদি না রেফারেন্স শুধু ঐ শব্দ বা শব্দগুচ্ছ সংক্রান্ত হয়)। উইকিপিডিয়ায় অবদানের জন্য ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ০৩:৪৮, ৭ মার্চ ২০১০ (UTC)


বাহ, এই টুল্টির কথা জানা ছিলো না। খুবই উপযোগি মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, তানভির।

conflict of interest সম্পাদনা

আপনাকে এই ব্যাপারটি ইমেইল করে জানাবার ইচ্ছা ছিলো, কিন্তু আপনি আপনার একাউন্টে ইমেইল যোগ করেননি বলে কথাটি অনিচ্ছাসত্ত্বেও এখানেই বলছি। কয়েকটি ক্ষেত্রে আপনার কিছু সম্পাদনাতে conflict of interest এর সমস্যা দেখা দিয়েছে। এই জায়গায় দেখুন। যদিও আপনার বইটিতে এই বিষয়ে যথেষ্ট কাজ করেছেন, তবু নিজের বই থেকে রেফারেন্স দেয়া এবং বিভিন্ন জায়গায় উদ্ধৃতি যোগ করাটা conflict of interest এর মধ্যে পড়ছে। এই নিবন্ধটির রেফারেন্স দেয়ার জন্য ইংরেজি উইকিতে প্রচুর রেফারেন্স পাবেন, ইংরেজি উইকির ভুক্তিটি রেফারেন্সের দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ। এই সংক্রান্ত নীতিমালা জানতে ইংরেজি উইকির en:WP:COIপাতাটি পড়ে দেখুন। বিশেষ করে "1.1.1 Citing oneself"। (সম্পর্কিত আরেকটি নীতি হলো en:Wikipedia:No_original_research#Citing_oneself)। আশা করি সমস্যাটি বুঝতে পারছেন। বইটি লিখতে গিয়ে আপনাকে অনেক রেফারেন্স ঘাঁটতে হয়েছে, সেগুলো স্বাচ্ছন্দ্যে ব্যবহার করুন। আপনার অবদানের জন্য ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৪৭, ১০ মার্চ ২০১০ (UTC)

আলাপ:২০১৩-র শাহবাগ আন্দোলন সম্পাদনা

আলাপ:২০১৩-র শাহবাগ আন্দোলন পাতার আলোচনায় অংশগ্রহনের অনুরোধ করছি। --নাসির খান সৈকতআলাপ ০৬:১৯, ১০ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন