স্বাগতম সম্পাদনা

প্রিয় Himel, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপের পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --Ragib 05:46, ৮ এপ্রিল ২০০৬ (UTC)

মন্তব্য সম্পাদনা

হিমেল, চট্টগ্রামের বিষয়ে লেখার জন্য ধন্যবাদ। কিন্তু আপনার প্রবন্ধগুলো অনেকটা ব্যক্তিগত মতামতের মতো হয়ে যাচ্ছে। যেমন চট্টগ্রামে পড়াশোনা প্রবন্ধটিতে আপনি যা লিখেছেন, সেটা বিশ্বকোষের ভুক্তির জন্য উপযোগী নয়। বিশ্বকোষের প্রবন্ধে fact এবং references থাকা অত্যাবশ্যক। ধন্যবাদ। --Ragib 08:03, ৮ এপ্রিল ২০০৬ (UTC)

আপনার শুরু করা চট্টগ্রামে পড়াশোনা ভুক্তি সম্পাদনা

দুঃখিত। এটা বিশ্বকোষে অন্তর্ভুক্তিযোগ্য কোনো নিবন্ধ নয়। এগুলো আপনার ব্যক্তিগত মতামত, এবং উইকিপিডিয়া কোনো ব্যক্তিবিশেষের social/political commentary-র স্থান নয়। চট্টগ্রামের শিক্ষাব্যবস্থা নিয়ে বিভিন্ন গবেষণাপত্রে ও অন্যান্য তথ্যসুত্রগুলোতে প্রকাশিত বিশেষজ্ঞদের অভিমত আমরা হয়ত চট্টগ্রামের শিক্ষাব্যবস্থা শিরোনামের নিবন্ধে সঙ্কলন করতে পারি। কিন্তু এভাবে নয়। --- অর্ণব 08:06, ৮ এপ্রিল ২০০৬ (UTC)