মতিউর রহমান মল্লিক তথ্যসূত্র

সম্পাদনা

প্রিয় হাসনাইন ইকবাল, শুভেচ্ছা নিন। স্বাধীনতার শুভেচ্ছা নিন। সম্প্রতি আপনি মতিউর রহমান মল্লিক নিবন্ধে তথ্যসূত্র অংশে পত্রিকার তথ্যসূত্রের উল্লেখ করেছেন, যা অবশ্যই একটি ভালো উদ্যোগ। কিন্তু বিষয়টা আরো সুন্দর হয়, যদি আপনি ইনলাইন রেফারেন্স দিতে পারেন। ইনলাইন রেফারেন্স বলতে বোঝায়, নিবন্ধের কোন লেখাটি কোন উৎস থেকে নেয়া হয়েছে। এজন্য আপনি নির্দিষ্ট অংশের লেখা শেষে <ref>তথ্যসূত্র</ref> ট্যাগ দিয়ে তথ্যসূত্র উল্লেখ করুন। তাতে স্বয়ংক্রীয়ভাবে নিবন্ধের নিম্নাংশে {{reflist}} অংশে উৎসগুলো প্রদর্শিত হবে। না বুঝে থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৬:২৭, ১২ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

May 2013

সম্পাদনা
 

Please do not create pages that attack, threaten, or disparage their subject. Attack pages and files are not tolerated by Wikipedia and are speedily deleted. Users who create or add such material may be blocked from editing Wikipedia. Thank you. এই নিবন্ধের তথ্যসমূহ এখনও প্রমাণিত বা নিশ্চিত নয়। তাই স্পর্সকাতর বিষয় বলে নিবন্ধটিকে মুছে ফেলা হচ্ছে। বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫৫, ৮ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

গোলাম মোহাম্মদ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

সম্পাদনা
 

গোলাম মোহাম্মদ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/গোলাম মোহাম্মদ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। S. M. Nazmus Shakib (আলাপ) ২০:১৯, ১৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন