মেরাজ (আলাপ) ১০:০২, ৬ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

মানুষের আচরন সম্পাদনা

"আপনি যে দল করেন, ঐ দল কে উপরে রাখতে বা জয়ী করতে আপনি অন্য দল সম্পর্কে এমন কথা বলেন যা ঐ দল করে নাই। এটা দুনিয়ার সার্থ হাসিল করা দল গুলোর ক্ষেত্রে স্বাভাবিক। কিন্তু ইসলামী দলগুলোর ক্ষেত্রে অস্বাভাবিক। একটা দলের কর্মীরা যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে তখন অন্য দল তাকে ইহুদীদের দালাল, তমুক বাদী বলে গালী দেয়। একটা দল যখন ভিন্ন পদ্ধতিতে সুন্নত সহ ইসলামী হুকমত সবার মধ্যে বনে যাওয়ার চেষ্ঠা করে তখন অন্য দল তাদের কে লীগের দালাল ইত্যাদি বলে গালি দেয়, আপনি কি ভেবেছেন, আপনি যতটুকু বলেছেন তা কতটুকু সত্য?? তাহলে আপনি কি দল প্রতিষ্ঠা করতে চান নাকি ইসলাম??? আসুন, আমরা সংশোধন হয়ে যাই আল্লাহর রাহে। একদল আরেক দল কে শত্রু না বানিয়ে বন্ধু বানাই। Habib Rayhan (আলাপ) ০৯:১২, ৬ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন