উইকিপেডিয়ান হতে চাই। সম্পাদনা

সকল উইকিপেডিয়ান ভাইদের বলছি। আমিও একজন উইকিপোডিয়ান হতে চাই। তাই কিছু পৃষ্ঠা সম্পাদনা করেছি। সেই সব সম্পাদনায় ভুল হওয়ায় পরবর্তীতে এক্সপার্টটরা সংশোধন করে। আমি উইকিপেডিয়াতে নতুন। আমি কিভাবে একজন পারফেক্ট উইকিপেডিয়ান হতে পারবো। সেই মতামত প্রদান করলে অনেক উপকৃত হতাম। Faysal Zillur (আলাপ) ১৬:৪৪, ৩১ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ফতুল্লা ইউনিয়ন নিবন্ধে রচনাশেলী সম্পাদনা

@Faysal Zillur: ভাই ফতুল্লা ইউনিয়ন নিয়ে নিবন্ধের জন্যে ধন্যবাদ। তবে আপনি তথ্য বাতায়নকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করে সেখান থেকে হুবুহু কপি করে ইতিহাস অনুচ্ছেদ যুক্ত করেছেন। সেটির উইকি রচনাশৈলী অনুযায়ী ঠিক হয়নি তাই আমি ঠিক করে দিয়েছি। আশা করি নিবন্ধটি সম্প্রসারণে আরো বেশি ভূমিকা রাখবেন। এছাড়া আপনার ব্যবহারকারী পাতা ব্যক্তিগত ও রাজনৈতিক প্রচারণামূলক হওয়ায় এরইমধ্যে সেটিতে অপসারণ ট্যাগ বসানো হয়েছে। তাই আপনার ব্যবহারকারী পাতাটি অন্য উইকিপিডিয়ানদের অনুসরণ করে প্রস্তুত করার জন্যে বিনয়ের সাথে পরামর্শ রইলো। --দেলোয়ার০৯:০৬, ৩০ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

স্বাগতম সম্পাদনা

সুপ্রিয় Faysal Zillur!

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি।   আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে আপনি সহায়তা করবেন। উইকিপিডিয়ায় অবদান রাখতে প্রাথমিকভাবে জানা প্রয়োজন এমন তথ্য পাবেন এই পাতাগুলোতে:

উইকিপিডিয়ায় অবদান রাখার প্রধান উপায়গুলো হল:

নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সাহায্য নিতে পারেন। উইকিপিডিয়ানদের সাথে আলোচনা করতে আলাপ পাতা ব্যবহার করুন। আলাপের পাতায় মন্তব্য বা বার্তা শেষে চারটি টিল্ডা (~~~~) চিহ্ন যুক্ত করে স্বাক্ষর করতে পারেন।

যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে উইকিপিডিয়া:সাহায্যকেন্দ্র পাতায় আপনার প্রশ্নটি লিখে যুক্ত করুন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!

Ahmad Kanik, ০৫:১৪, ২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

Community Insights Survey সম্পাদনা

RMaung (WMF) ১৪:১৮, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey সম্পাদনা

RMaung (WMF) ১৫:০৫, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey সম্পাদনা

RMaung (WMF) ১৮:৫৭, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন