বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম

সম্পাদনা

হিমবাহ উদ্বর্তন হাইপোথিসিস নিবন্ধ প্রসঙ্গে

সম্পাদনা

সুপ্রিয় Fariha, মানবাধিকারের পক্ষে উইকি এডিটাথনে অংশ নেয়ায় আপনাকে ধন্যবাদ জানাই। এডিটাথনের নিবন্ধ তালিকা থেকে হিমবাহ উদ্বর্তন হাইপোথিসিস নিবন্ধটির পাশে আপনি স্বাক্ষর করেছেন। ঐ নিবন্ধটি অন্য আরেকজন অবদানকারী আগে তৈরি করে ফেলেছে, স্বাক্ষর করতে ভুলে গেছিল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং অন্য একটি নিবন্ধ বাছাই করে নেবেন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১৬:৩৪, ৩০ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের যান্ত্রিকতা

সম্পাদনা

সুপ্রিয় Fariha, শুভেচ্ছা নেবেন। মানবাধিকারের পক্ষে উইকি এডিটাথনে অংশ নেয়ায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরিকৃত নিবন্ধে কিছু যান্ত্রিকতা রয়ে গেছে, যার ফলে কিছু অংশ পড়ে বোঝা যাচ্ছে না। উদাহরণস্বরূপ আর্কটিক দোলন, আবহাওয়া ও জলবায়ু ইত্যাদি নিবন্ধ দ্রষ্টব্য। আমি আপনার জমা দেয়া কিছু নিবন্ধে নম্বর বসাইনি, ওগুলো একটু দেখে নিন। নিবন্ধগুলো লেখার পর নিজে পড়ে নিলেই বুঝতে পারবেন; তখন যে অনুচ্ছেদের বাক্যগুলো বোধগম্য নয় সেগুলোর অনুবাদ সহজ করার অনুরোধ থাকলো। মূল অনুবাদ শেষ হলে এতে আর অল্প কিছু সময়ই লাগবে। আর একটা তথ্য যুক্ত করি, আপনার সহায়তা হ্তে পারে। ইংরেজি "Category"-এর বাংলা "বিষয়শ্রেণী"। তবে এগুলো আমি ঠিক করতে পারব, মূল নিবন্ধের যান্ত্রিকতা আপনি ঠিক করলেই চলবে। শুভকামনা!  অংকন (আলাপ) ১৬:১৯, ৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জলবায়ুর পক্ষে উইকি পদক

সম্পাদনা
  জলবায়ুর পক্ষে উইকি পদক
প্রিয় Fariha Chowdhury,
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও মানুষের উপর এর প্রভাব নিয়ে বাংলা উইকিপিডিয়ায় তথ্য বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত ‘মানবাধিকারের পক্ষে উইকি’ শীর্ষক বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় গুরুত্বপূর্ণ এ বিষয়াবলী সমৃদ্ধ করতে ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১৪:৩২, ১৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

সম্পাদনা

সুপ্রিয় Fariha Chowdhury,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২

সম্পাদনা

সুপ্রিয় Fariha Chowdhury,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন