মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৩:২৪, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

জানুয়ারি 2022 সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগত জানাচ্ছি। আপনার অন্তত একটি সাম্প্রতিক সম্পাদনা, যেমনটা আপনি করেছেন আলাপ:প্রধান পাতা, গঠনমূলক মনে হয়নি এবং বাতিল করা কিংবা মুছে ফেলা হয়েছে। অনুগ্রহ করে আপনার যেকোনো পরীক্ষা-নিরীক্ষা, যেমনটি আপনি চান, খেলাঘরে করুন। যদিও উইকিপিডিয়াতে সবাইকে সম্পাদনায় স্বাগত জানানো হয়, তাই অনুগ্রহ করে কিছুটা সময় নিয়ে আমাদের নীতিমালা ও নির্দেশাবলী সম্পর্কে ওয়াকিবহাল হয়ে নিন। আপনি এসংক্রান্ত তথ্য পাবেন স্বাগত পাতায় যা আরো জানাবে কিভাবে এই বিশ্বকোষে গঠনমূলক অবদান রাখা যায়। ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:০২, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ইকবাল বাহার জাহিদের উদ্দোক্তা তৈরীর পটভুমি সম্পাদনা

বাংলাদেশে চট্রগ্রাম বিভাগের ফেনী জেলায় জন্ম ইকবাল বাহার জাহিদ। Farid Ahmed farhed (আলাপ) ১৬:১২, ২৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

রাজনীতি সম্পাদনা

  1. বাংলাদেশ_ইসলামি_ছাত্রশিবির

প্রতিষ্ঠাকাল – ৬ ফেব্রুয়ারী, ১৯৭৭ । প্রতিষ্ঠার স্থান – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ । প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য – ৬ জন । ১) মীর কাশেম আলী ২) মুহাম্মদ কামারুজ্জামান ৩) অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তাহের ৪) মুহাম্মদ এনামুল হক মঞ্জু ৫) ড. মুহাম্মদ আব্দুল বারী ৬) বাশারাত হোসেন বকুল প্রতিষ্ঠাকালীন সভাপতি – মীর কাশেম আলী । প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী জেনারেল – ড.এম.এ বারী । “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির” নাম প্রস্তাবক – মরহুম সিদ্দীক জামাল । শিবিরের মনোগ্রাম ডিজাইনার – মোহাম্মদ আলী । শিবির সঙ্গীত রচয়িতা – ডা. মোর্শেদ আলী । (সদস্য, রাজশাহী মেডিকেল কলেজ, ১৯৭৯) শিবিরের যা কিছু প্রথমঃ

প্রথম কেন্দ্রীয় সহসভাপতি – শেখ কামরুল আলম ।প্রথম শহীদ – শহীদ সাব্বির আহম্মদ । (১১.০৩.১৯৮২, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সদস্যপ্রার্থী)প্রথম পঙ্গুত্ববরণকারী – আব্দুল আজীজ । (মহসিন কলেজ, ১৯৭৮ সাল)প্রথম সদস্য সম্মেলন – ১৯৭৭ সালের ১ অক্টোবর, হোটেল ইয়ামেন ।প্রথম সাথী সম্মেলন – ১৯৯২ সাল ।প্রথম কর্মী সম্মেলন – ১৯৮১ সাল ।প্রথম কর্মপদ্ধতি প্রকাশ – ১৯৭৭ সাল ।প্রথম সংবিধান প্রণয়ণ – ১৯৭৭ সালের মে মাস ।প্রথম ছাত্রসংবাদ প্রকাশ – ১৯৭৭ সালের ২৯ অক্টোবর ।প্রথম Juvenile Voice প্রকাশ – ২০০১ সাল ।প্রথম Student Views প্রকাশ – ১৯৭৭ সাল ।প্রথম ক্যালেন্ডার প্রকাশ – ১৯৮১ সাল ।প্রথম ডায়েরী প্রকাশ – ১৯৯২ সাল ।প্রথম ব্যাক্তিগত রিপোর্ট বইয়ের প্রচলন – ১৯৭৭ সাল ।সদস্য প্রার্থীদের ব্যক্তিগত ডায়েরী লিখার প্রচলন শুরু হয় – ১৯৮৪ সাল । (প্রস্তাবক – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা)কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন প্রথম গ্রেফতার হন – মতিউর রহমান আকন্দ ।শিবিরের প্রথম ওয়েবসাইট উদ্বোধন হয় – ১৯৯৭ সাল ।শিবির ছাত্রসংসদ নির্বাচনে প্রথম অংশগ্রহণ করে – ১৯৭৯ সাল ।কলেজ ছাত্রসংসদে সর্বপ্রথম বিজয়ী হয় – ১৯৮০ সালের ২১ জানুয়ারী, খুলনার আজম খান কমার্স কলেজে ভিপি, জিএস, এজিএস পদসহ ।কলেজ ছাত্রসংসদে পূর্ণ প্যানেলসহ বিজয়ী হয় – ১৯৮১ সালে, চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ, আজিজ-গাফফার পরিষদের প্যানেল ।সর্বপ্রথম ও একমাত্র বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদে বিজয়ী হয় – ১৯৮১ সাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। Farid Ahmed farhed (আলাপ) ০৭:২২, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন