বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৪:২৬, ৪ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলা অ্যাপ নিয়ে আলোচনা সম্পাদনা

আমি আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশাকরি আপনাদের ভাল লাগবে। প্রথমে https://play.google.com/store/apps/details?id=com.bangaliapps.chulporaproblem নিয়ে আলোচনা করব ত্বকের যত্ন, মুখের পরিচর্যা, রূপ লাবণ্য,সুস্থ সুন্দর শরীর যেমন দারকার তেমন মাথার ত্বক ও চুলকে সুন্দর রাখা দরকার। প্রকৃত পক্ষে মাথার চুল ঝরে পরাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যেসব কারণে চুলের সমস্যা বা ক্ষতি হয় তার মধ্যে মানসিক চাপ, ঔষধের প্রভাব, দূষণ এবং অনিয়মিত খাদ্যতালিকা ইত্যাদি প্রধান । স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর চুল সবারই কাম্য। তবে ছেলেদের ও মেয়েদের চুল পরা সমস্যা নতুন নয়। ছেলেদের চুলের স্টাইল আর মেয়েদের চুলের স্টাইল সম্পূর্ণ আলাদা, তাই ছেলেদের চুলের যত্ন ও মেয়েদের চুলের যত্ন এও কিছুটা পার্থক্য রয়েছে। এছাড়া নিয়মিত ছেলে মেয়ে উভয়ের জন্য নিয়মিত চুল কাটিং গুরুত্তপুর্ণ। সঠিকভাবে চুল যত্ন নিতে পারলে আপনার ঝরে যাওয়া চুল গজানো সম্ভব।

আজকাল ছোট বড় কম-বেশী সবাই স্বাস্থ্য সচেতন। Health/স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি রুপচর্চা দিকেও আগ্রহ হয়েছে অনেকের। ছেলেদের রুপচর্চা এখন খুবিই সাধারণ ব্যপার, মেয়েদের রূপচর্চা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর রুপচর্চার প্রধান অংশ হচ্ছে চুল স্টাইল/Style। তাই ছেলে মেয়েরা চুলের স্টাইল এর উপর বেশী লক্ষ রাখে। এখন বর্তমান সময়ে ছেলেদের ও মেয়েদের চুল পরা সমস্যা একটি মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছ। তাই আপনাদের জন্য আমি চুল পড়া নিয়ে আলোচনা করব।

চুলের যত্নের নেয়ার জন্য আপনাদের কয়েকটি দিক খেয়াল রাখা উচিত যেমন নিয়মিত শরীরচর্চা, মানসিক চাপের বিরুদ্ধে লড়াই করা, খাদ্য তালিকায় ভিটামিন পরিমাণ বাড়িয়ে দেয়া পানি গ্রহন বারিয়ে দেয়া ইত্যাদি। চুলের যত্নের পাশাপাশি আরও যে সমস্ত দিকে আপনার নজর দেয়া উচিত তা হলো গরমে ত্বকের যত্ন, শীতে শরীরের বাড়তি যত্ন, প্রতিদিনের কার্যকরী হেলথ টিপস, বাংলা হেলথ টিপস, মেদ ভুরি কমানোর উপায়।