মুহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মুহাম্মদ মিজানুর রহমান ১৯৮৫ সালের ২৫ নভেম্বর পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মুহাম্মদ মুজিবুর রহমান। মা জামিলা খাতুন। শিক্ষাজীবনের অধিকাংশ সময় পিরাজপুরে কাটলেও ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্যে আনার্স ও ২০০৮ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ২০১৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবন থেকেই সাহিত্যচর্চার পাশাপাশি প্রবন্ধ লিখতে শুরু করেন। দারুণ অভাব-অনাটনের মধ্য দিয়ে অতিবাহিত হয় তাঁর শিক্ষাজীবন।

কর্ম ও সাহিত্যজীবন সম্পাদনা

সরকারি একজন চাকুরে হিসেবে তিনি শিক্ষকতাকে বেছে নেন। এখান থেকেই তাঁর সাহিত্যজীবনের ভিত রচিত হয়। দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসরে লেখার মধ্য দিয়ে তার অগ্রযাত্রা শুরু। এরপর এক এক করে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে সাহিত্য ও প্রবন্ধ নিয়ে কাজ করতে শুরু করেন। বিশেষ করে প্রবন্ধ তাঁর সুখ্যাতি এনে দেয়। লেখক হিসেবে তিনি দৈনিক প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, নয়া দিগন্ত, সমকাল, ঢাকা টাইমস, ঢাকা পোস্ট, ইসলামিক ফাউন্ডেশনের মাসিক অগ্রপথিক, বাংলাদেশ শিশু একাডেমির শিশু পত্রিকায় লিখে আসছেন। পিরোজপুর অঙ্কুর সাহিত্য সাময়িকী পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এ পর্যন্ত তাঁর বেশ কয়েকটি গল্পগ্রন্থ ও উপন্যাস প্রকাশিত হয়েছে। সামাজিক নানা অসঙ্গতির চিত্র তাঁর গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধের মূল উপজীব্য।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

মুহাম্মদ মিজানুর রহমান ব্যক্তিগত জীবনে রাহিমা খানমের সাথে ২০০৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন মেয়ে। আফিয়া আয়মান, আফিয়া আনজুম ও আফিয়া জাহিন।

কর্মের স্বীকৃতি সম্পাদনা

একজন কৃর্তিমান শিক্ষক হিসেবে তিনি সবার কাছে সুপরিচিত হলেও একজন প্রচার বিমুখ মানুষ তিনি। তাঁর কাজের স্বীকৃতি হিসেবে তিনি পিরোজপুর জেলার প্রখ্যাত ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন।

তথ্যসূত্র সম্পাদনা

1. https://www.dhakatimes24.com/2021/07/07/221211/সোশ্যাল-মিডিয়া-ও-তরুণ-প্রজন্মের-সুরক্ষা? 2. https://epaper.ittefaq.com.bd/?date=2021-01-02&page=12&news=12_104&fbclid 3. https://epaper.ittefaq.com.bd/?date=2021-07-30&page=17...& 4. https://www.jugantor.com/.../features/islam-and-life/430126 5. https://www.amarsangbad.com/column/news-180261?fbclid 6. https://www.dailynayadiganta.com/diganta-islami-jobon/596624 7. https://parstoday.com/bn/radio/world-i91438?fbclid 8. http://www.enayadiganta.com/news.php?nid=634834&fbclid=IwAR08iAwhL4BkRFkMDhGjZqh6caamRMCveImiemdvyQou7lTaT752IqgMoQ0 9. http://www.pirojpur.gov.bd/site/page/86d09da2-17a2-11e7-9461-286ed488c766